হাইওয়ে সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেছেন, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে যেসব পশুবাহী ট্রাক ঢাকা বা অন্য কোনো জেলা থেকে সিলেটে আসবে সেগুলো হাইওয়ে সিলেট রিজিয়নের আওতাধীন মাধবপুর থেকে নাজির বাজার পর্যন্ত ১০৮ কিলোমিটার মহাসড়ক কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই অতিক্রম করে সিলেটের নির্দিষ্ট বাজারে প্রবেশ করতে পারবে।
সোমবার (৫ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে সুষ্ঠু ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিলেট জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সঙ্গে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি ট্র্যাফিক আইন মেনে গাড়ি চালানো, সড়ক দুর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণ এবং দূরপাল্লার বাসে অতিরিক্ত চালক রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন। ঈদের সময়ে অতিরিক্ত ভাড়া আদায় না করারও অনুরোধ করেন তিনি।
মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হাইওয়ে সিলেট রিজিয়ন পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, কোরবানির ঈদে অনেকে পশুবাহী ট্রাক আটকে তার পছন্দমতো জায়গার নেওয়ার চেষ্টা করে। অথচ পশু যারা নিয়ে এসেছেন তারা সেখানে যেতে চান না। আমরা চেষ্টা করবো, হাইওয়ের মাধবপুর অংশে কন্ট্রোল সেন্টার স্থাপন করতে। যখন পশুবাহী ট্রাক আসবে তখন ট্রাক ড্রাইভার ওই কন্ট্রোল সেন্টার থেকে সংশ্লিষ্ট সব থানার মোবাইল নম্বর সংগ্রহ করবে। মহাসড়কে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ড্রাইভার সংশ্লিষ্ট থানায় কল দিতে পারবেন। আর যদি কোনো ক্ষেত্রে অফিসার ইনচার্জ কল না ধরে তাহলে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে, সেক্ষেত্রে তারা আমাকে কল দিতে পারবেন। আমরা আপনাদের গাড়িগুলো আপনাদের পছন্দমতো বাজারে পৌঁছানোর চেষ্টা করব। আবার যেহেতু মেট্রোপলিটন -এর ভেতরে কিছু মহাসড়ক আছে সেহেতু আপনাদেরকে মেট্রোপলিটনের সাহায্য নিতে হবে।
তিনি আরও বলেন, যেখানে-সেখানে যাত্রী ওঠা-নামা বন্ধ করা, সন্দেহভাজন যাত্রীদের বিষয়ে হাইওয়ে পুলিশকে অবহিত করা এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাসে ভিডিও নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হবে।
এসময় হাইওয়ে পুলিশ সুপার আসন্ন ঈদুল আযহা উপলক্ষে একটি সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেন।
তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- হাইওয়ে সিলেট সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ইন্টিলিজেন্স উইং -এর পরিদর্শক সুমন কুমার চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, সহসভাপতি নারায়ণ পুরকায়স্থ ফনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস সালাম, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া।
সভায় পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানান। পুলিশ সুপার আশ্বস্ত করেন- বিভিন্ন এলাকায় অতিরিক্ত ট্র্যাফিক ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন