নারায়ণগঞ্জের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিদের পাঁচজন উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (০৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সায়মন ও সানি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাসেল ও হাসান।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, হত্যা মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। পরে বিস্তারিত বলা সম্ভব হবে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রোলপাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়েরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় তার মা মুক্তা বাদী হয়ে ইকবালসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় বিচারকার্য শেষে আদালত এ রায় দেন।
মন্তব্য করুন