চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক : দীপ্তি

বেগম খালেদা জিয়া ও ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতারা। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়া ও ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতারা। ছবি : কালবেলা

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আল্লাহ যাকে সম্মান দান করেন, তাকে কেউ অসম্মান করতে পারে না। আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে হাজারও নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকার রাস্তায় নেমে এসেছে। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ। খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক।

তিনি বলেন, তৃতীয় বিশ্বের কোনো রাজনৈতিক নেতা-নেত্রীর পক্ষে এর চেয়ে উঁচুতে ওঠা সম্ভব নয়। তিনি জাতীয় ঐক্য, মর্যাদা ও নিরাপত্তার প্রতীকে পরিণত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে বেগম খালেদা জিয়া ও ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রাটি চট্টগ্রামের পিসি রোড লোহারপুল থেকে শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাগরিকা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বেগম খালেদা জিয়া সারাটা জীবন দেশের জন্য ভেবেছেন, কষ্ট করলেন, অত্যাচারিত হলেন। আমরা গর্বিত, আমাদের একজন খালেদা জিয়া আছেন, যিনি জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশ আপনার অপেক্ষায় ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা আর দীর্ঘায়ু কামনা আল্লাহর দরবারে ফরিয়াদ করে গেছেন সবসময়। আমার ভেতরে আজ আনন্দ ও বেদনার মিলিত অনুভূতি।

এ সময় বক্তব্য রাখেন- মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, মহানগর যুবদল নেতা হেলাল হোসেন হেলাল, আশিক মল্লিক, মুহাম্মাদ সাগির, মোহাম্মদ ইয়াছিন, গাজী ফারুক, গিয়াস উদ্দিন টুনু, মনজুরুল আলম মঞ্জু, আরিফ হোসেন।

আরও বক্তব্য রাখেন- মিজানুর রহমান দুলাল, হোসেন উজ জামান, মোহাম্মদ ইউসুফ, আফসার উদ দোলা অপু, আব্দুল করিম, শওকত খান রাজু, সাইফুল আলম রুবেল, মেজবাহ উদ্দীন চৌধুরী, সাইফুল আলম, শফিকুর রহমান, মোহাম্মদ মুজাহিদ, রাসেল খান, সাজ্জাদ আহমেদ সাজ্জাদ, আবু তৌহিদ।

এর আগে, আজ সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া। এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ- ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করলেন ছাত্র-জনতা

নারায়ণগঞ্জ-৫ আসন হবে বিএনপির দুর্গ : মাসুদুজ্জামান

আখতার হোসেনকে ১ ঘণ্টা সময় দিলেন সেই মুনতাসির

ভাই চট্টগ্রামে গেছে, সেখানে তাকে মানুষ খুন করেছে : আশরাফুলের স্ত্রীকে জরেজ

আনচেলত্তির ব্রাজিল নিয়ে বিশ্বকাপে আশাবাদী ভিনিসিয়ুস

পুলিশের বাধায় পণ্ড জাপার কর্মী সমাবেশ

ঘুমানোর আগে যে দোয়া পড়লে ইমানি মৃত্যু লাভ হয়

বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক মৈথিলি ঠাকুর

মামলা করায় যাত্রাশিল্পীর চুল কেটে মুখে কালি মেখে মারধর

১৪ বছর বয়সেই টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ঝড়

১০

প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাল এনসিপি

১১

আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের প্রতিবাদে’ জবিতে ছাত্রদলের মিছিল

১২

স্বল্পমূল্যের পণ্য নিয়ে সাধারণ জনগণকে সুখবর দিল টিসিবি

১৩

ব্যস্ত মার্কেটে ঢুকে গেল ট্রাক, ভিডিও ভাইরাল

১৪

কিম জং উনের বিরুদ্ধে চালানো চাঞ্চল্যকর ড্রোন মিশন ফাঁস

১৫

হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা জুয়েলের

১৬

সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করল এক দেশ, সম্মানি ৭ লাখ টাকা

১৭

অঙ্কুরিত আলু খাওয়া কি নিরাপদ? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

বিএনপি মানেই উন্নয়ন : আমান

১৯

ভারোত্তলনে পদক জিতে সবাইকে চমকে দিলেন অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল

২০
X