চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক : দীপ্তি

বেগম খালেদা জিয়া ও ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতারা। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়া ও ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতারা। ছবি : কালবেলা

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আল্লাহ যাকে সম্মান দান করেন, তাকে কেউ অসম্মান করতে পারে না। আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে হাজারও নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকার রাস্তায় নেমে এসেছে। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ। খালেদা জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক।

তিনি বলেন, তৃতীয় বিশ্বের কোনো রাজনৈতিক নেতা-নেত্রীর পক্ষে এর চেয়ে উঁচুতে ওঠা সম্ভব নয়। তিনি জাতীয় ঐক্য, মর্যাদা ও নিরাপত্তার প্রতীকে পরিণত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুরে বেগম খালেদা জিয়া ও ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রাটি চট্টগ্রামের পিসি রোড লোহারপুল থেকে শুরু বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাগরিকা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বেগম খালেদা জিয়া সারাটা জীবন দেশের জন্য ভেবেছেন, কষ্ট করলেন, অত্যাচারিত হলেন। আমরা গর্বিত, আমাদের একজন খালেদা জিয়া আছেন, যিনি জাতীয় ঐক্যের প্রতীক। বাংলাদেশ আপনার অপেক্ষায় ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা আর দীর্ঘায়ু কামনা আল্লাহর দরবারে ফরিয়াদ করে গেছেন সবসময়। আমার ভেতরে আজ আনন্দ ও বেদনার মিলিত অনুভূতি।

এ সময় বক্তব্য রাখেন- মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, মহানগর যুবদল নেতা হেলাল হোসেন হেলাল, আশিক মল্লিক, মুহাম্মাদ সাগির, মোহাম্মদ ইয়াছিন, গাজী ফারুক, গিয়াস উদ্দিন টুনু, মনজুরুল আলম মঞ্জু, আরিফ হোসেন।

আরও বক্তব্য রাখেন- মিজানুর রহমান দুলাল, হোসেন উজ জামান, মোহাম্মদ ইউসুফ, আফসার উদ দোলা অপু, আব্দুল করিম, শওকত খান রাজু, সাইফুল আলম রুবেল, মেজবাহ উদ্দীন চৌধুরী, সাইফুল আলম, শফিকুর রহমান, মোহাম্মদ মুজাহিদ, রাসেল খান, সাজ্জাদ আহমেদ সাজ্জাদ, আবু তৌহিদ।

এর আগে, আজ সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া। এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ- ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওনা টাকার জেরে ভ্যানচালককে হত্যা

চাঁদপুর শহরে মুক্তিযোদ্ধাকে মৃত দেখিয়ে ভাতা আত্মসাৎ করছেন স্ত্রী

নাটোরের প্রবীণ সাংবাদিক পিপলু মারা গেছেন

রাবি অ্যালামনাই নির্বাচনকে কেন্দ্র করে মুখোমুখি বিএনপি-জামায়াত

ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

বিশেষ অভিযানে মোহাম্মদপুর থেকে ২০ জনকে গ্রেপ্তার

উল্টো পথে চলাচলে ডিএমপির দেড় শতাধিক মামলা

সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

অনুমতি ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার না করার সুপারিশ

সিলেটে আরও এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

১০

পাকিস্তানকে চোখ রাঙিয়ে ভারতের বিশাল সামরিক মহড়া

১১

রাজধানীর নগর সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার আহ্বান

১২

মাদকাসক্ত তরুণের হাতে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

তদন্ত কমিটির প্রতিবেদন / বিদেশমুখী শ্রমিকদের পকেট কেটেছে টিকিট সিন্ডিকেট

১৪

দেড় লাখে শিশুকন্যাকে বিক্রি করলেন বাবা

১৫

নারীবিষয়ক সংস্কার কমিশনের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান ৪৯ বিশিষ্ট নাগরিক 

১৬

কুমিল্লায় ডোবা থেকে অনুর মরদেহ উদ্ধার

১৭

চরমোনাই পীরের দলে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি

১৮

জামায়াতের নায়েবে আমির ডা. তাহের ও চীনের রাষ্ট্রদূতের মতবিনিময়

১৯

ক্যানসার আক্রান্ত শিশু আনিশা বাঁচতে চায়

২০
X