সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ছাত্রদল নেতা ফরহাদকে স্বপদে পুনর্বহালের দাবি

সংবাদ সম্মেলনে দেবহাটা ছাত্রদলের নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে দেবহাটা ছাত্রদলের নেতারা। ছবি : কালবেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ মে) সাতক্ষীরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেবহাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুররুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ মে দেবহাটা উপজেলার সরকারি খান বাহাদুর আহসান উলাহ কলেজে ছাত্রদলের কমিটি নির্ধারণে ভোট হয়। ভোটে সভাপতি পদে রাকিব হোসেন ও ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ও শরিফুল ইসলাম বাবু প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৬২ জন ভোটারের মধ্যে ১৮৯ জন ভোট প্রদান করেন।

ভোট গণনা শেষে সভাপতি পদে রাকিব ৮৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ৮৭ ভোট পেয়ে পরাজিত হয়। কিন্তু ফলাফল ঘোষণার পর সন্দেহ হলে সাধারণ সম্পাদক প্রার্থী ইব্রাহিম হোসেন টিমের কাছে ভোট পুনরায় গণনার আবেদন করে। পরে পুনঃগণনা শেষে সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ৯৮ ভোট পান এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

পরে সভাপতি প্রার্থী রাকিবও পুনরায় তার ভোট গণনার আবেদন জানালেও টিমের সদস্যরা সেটি গ্রহণ করেননি। একপর্যায়ে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানালে টিমের নেতারা খুলনায় গিয়ে ভোট গণনার কথা বলেন। এ ঘটনার পর কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ বা সতর্ক ছাড়াই ইমরান ফরহাদকে অব্যাহতি দিয়ে পত্র পাঠায়। যা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক এবং সংগঠনের পরিপন্থি।

তিনি আরও বলেন, নির্বাচনে ভোট গণনায় কারচুপির প্রতিবাদ ও জনসম্মুখে পুনরায় ভোট গণনার দাবি জানানোর কারণে ইমরান হোসেন ফরহাদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়। আমরা যতদূর জেনেছি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা প্রকৃত বিষয়টি অবগত নন। অবগত থাকলে কেন্দ্রীয় নেতারা নিশ্চয় এ ধরনের সিদ্ধান্ত নিতেন না।

কেন্দ্রীয় কমিটির নেতাদের কাছে প্রকৃত ঘটনা আড়াল করে ইমরান ফরহাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে বিভাগীয় টিম। প্রকৃত ঘটনা আমরা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ জেলা, বিভাগীয় এবং কেন্দ্রীয় বিএনপির নেতাদের কাছে তুলে ধরতে চাই। যাতে আমাদের নেতা ন্যায়বিচার পান এবং স্বপদে ফিরে আবারো দলের হাল ধরে দেবহাটা উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে দলের জন্য ভূমিকা রাখতে পারেন।

মো. নুররুজ্জামান বলেন, ইমরান ফরহাদ দেবহাটা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সর্বোচ্চ মামলার আসামি। সন্ত্রাসী ছাত্রলীগের হাতে নির্যাতিত। এ ধরনের একজন নেতাকে কোনো প্রকার নোটিশ ছাড়াই অব্যাহতি প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি।

তিনি বলেন, ফরহাদের মতো ত্যাগী শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের এভাবে অব্যাহতিতে দল ক্ষতিগ্রস্ত হবে। ত্যাগী নেতাকর্মীরা দলের প্রতি আস্থা হারাবে। অবিলম্বে উপজেলার ত্যাগী নেতা ইমরান ফরহাদকে পুনরায় স্বপদে বহাল করার জন্য কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতাদেরর প্রতি বিনীত অনুরোধ জানাই।

সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চঞ্চল, রাকিবুল, অসাদুল, কবিরুল, মিলন, রাকিব, তারিবা মনোয়ার, মুছা করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মাতা চয়নিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

অনলাইন জুয়া নিষিদ্ধ

কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী খুন

দেওয়ানি মামলার বার্তা যাবে হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে

সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এমসি কলেজে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু

এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান হলেন আদীব  

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে খালেদা জিয়া কখনো আপস করেননি : কাদের গনি

গাজার জিম্মিদশা থেকে নিজ বাড়িতে ফিরে ধর্ষণের শিকার ইসরায়েলি তরুণী

১০

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

১১

শ্রীলঙ্কা সফরের আগেই ফিট হবেন তাসকিন—আশাবাদী বিসিবি

১২

রাখাইনের প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ : নিরাপত্তা উপদেষ্টা

১৩

দিনদুপুরে প্রাইভেটকার দিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

১৪

সিলেটে আইনজীবী পিতাকে খুন, ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১৫

সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া অনুমোদন

১৬

নোয়াখালীতে মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার ২

১৭

রাজনীতিতে তরুণদের আরও অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

১৮

মানসিক চাপে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা : ইউজিসি চেয়ারম্যান

১৯

‘শিরক’ আখ্যা দিয়ে মাদারীপুরে কাটা হলো শতবর্ষী বটগাছ

২০
X