রাজশাহীর গোদাগাড়ীতে দীর্ঘদিন ধরে পলাতক ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি সুজনকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৫। সুজন উপজেলার কাকন দরগাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
বৃহস্পতিবার (০৮ মে) ভোরে উপজেলার কাকন দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
র্যাব জানায়, রাজশাহীর গোদাগাড়ীতে গত ২০০৪ সালে এক ব্যক্তিকে ধারাল অস্ত্রের দ্বারা গুরুতর আঘাত করে খুনের চেষ্টা করার অপরাধে দোষী সাব্যস্থ হয়। ম্যাজিস্ট্রেট তাকে বিভিন্ন ধারায় সর্বমোট ১২ বছরের কারাদণ্ড প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ওই আসামিকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার দুপুরে আসামিকে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়।’
তিনি বলেন, ‘প্রায় ২১ বছর আগে পূর্ব শত্রু তার জের ধরে আসামি একই এলাকার এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। পরে এই ঘটনায় গোদাগাড়ী থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের হয়। আদালত দীর্ঘ শুনানি শেষে ১২ বছরের কারাদণ্ডের আদেশ দেন। তবে আসামি ২০০৪ সালে ওই ঘটনা ঘটানোর পর থেকে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অবশেষে র্যাবের একটি চৌকস দলের হাতে ১২ বছরের সাজাপ্রাপ্ত সেই আসামি গ্রেপ্তার করে।
জানতে চাইলে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন বলেন, র্যাব ওই আসামিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে থানায় হস্তান্তর করে। পরে বিকেলে সাজাপ্রাপ্ত ওই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন