বরিশাল ব্যুরো
প্রকাশ : ১০ মে ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো হলো ‘বরিশাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫’

বরিশাল ক্যারিয়ার ফেস্ট-২০২৫। ছবি : কালবেলা
বরিশাল ক্যারিয়ার ফেস্ট-২০২৫। ছবি : কালবেলা

তরুণদের ক্যারিয়ার সচেতনতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রত্যাশিত কীরন প্রেজেন্টস ‘ক্যারিয়ার ফেস্ট ২০২৫’।

গত ৩ মে (শনিবার) বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজন ঘিরে শিক্ষার্থী, নবীন পেশাজীবী ও তরুণ উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয় ‘ক্যারিয়ার ফেস্ট’। অংশগ্রহণকারীদের মাঝে ছিল বিশেষ উৎসাহ ও প্রাণচাঞ্চল্য। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক কালবেলা।

এক্সিলেন্স বাংলাদেশ, জেসিআই ঢাকা হেরিটেজ, বিজ্ঞান ও গবেষণা ক্লাব-বিটেক এবং ক্যারিয়ার ক্লাব-বিটেকের যৌথ উদ্যোগে আয়োজিত এই ইভেন্টে দেশের শীর্ষ করপোরেট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। তারা তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এ ফেস্টিভ্যালে বরিশালের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান, যেমন- বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাংচিল মিউজিক এবং এএসআই এক্সের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ, পরিচালক (বিক্রয় ও বিপণন) সুরাইয়া সিদ্দিকা, বাংলাদেশ বেতার বরিশালের প্রোগ্রাম উপস্থাপক রাশেদ ইমাম, দ্য ডেইলি স্টারের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা তাজদিন হাসান, এএম-টেক্সের কান্ট্রি ম্যানেজার প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, আলেয়া আক্তার, পরিচালক, এথিক্যাল সোর্সিং এবং সিএসআর, সাসনেক্স লিমিটেড, প্রাক্তন সিএইচআরও, দেশ গ্রুপ। মিডিয়ামিক্স কমিউনিকেশনসের সিইও আব্দুল্লাহ হাসানসহ অন্যান্য করপোরেট ও মিডিয়া ব্যক্তিত্ব।

বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের করপোরেট নেতৃত্ব গড়ে তুলবে। শুধু ডিগ্রি নয়, ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, নেটওয়ার্কিং এবং লক্ষ্য স্থির রেখে কাজ করার মানসিকতা। এমন আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, চিন্তার পরিসর বিস্তৃত করা এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার একটি বড় সুযোগ।

আয়োজকরা জানিয়েছেন, ক্যারিয়ার ফেস্টিভ্যালে ছিল ক্যারিয়ার ভিত্তিক সেমিনার ও ওয়ার্কশপ, সিভি রাইটিং ও মক ইন্টারভিউ প্রশিক্ষণ, স্কিল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ এবং এক্সপার্টদের সঙ্গে ওয়ান-অন-ওয়ান ক্যারিয়ার কনসালটেশন। অংশগ্রহণকারীরা দেশের শীর্ষস্থানীয় সফল পেশাজীবী ও জননন্দিত ব্যক্তিদের অনুপ্রেরণাদায়ক গল্প ও বাস্তব অভিজ্ঞতা সরাসরি শুনছেন।

তাছাড়া এই আয়োজন শুধু চাকরির সুযোগ নয়, তরুণদের জ্ঞান, আত্মবিশ্বাস ও দিকনির্দেশনা দিয়েও সমৃদ্ধ করবে। এটি বরিশালের প্রজন্মকে ক্যারিয়ার-প্রস্তুত একটি সচেতন সমাজে পরিণত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ- যা একাডেমিক গণ্ডির বাইরেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

বরিশাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫-এ দক্ষিণাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আয়োজকদের সর্বোচ্চ ত্যাগ এবং এক্সিলেন্সে বাংলাদেশের সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজপথেই রয়েছেন আন্দোলনকারীরা

জুলাই ঘোষণাপত্র ছাড়া ঘরে না ফেরার সিদ্ধান্ত আন্দোলনকারীদের 

তিন দফার একটি বাকি থাকতেও রাস্তা ছাড়বো না : হাসনাত

তারেক রহমানের মা ও শাশুড়ির আরোগ্য কামনায় দোয়া মাহফিল

আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

৫ হাজার বৌদ্ধ বিহারে উদযাপিত হবে বুদ্ধপূর্ণিমা 

দল হিসেবে আ.লীগকে বিচারের আওতায় আনতে হবে : সাকি

আরও কমানো হলো সোনার দাম

আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস

মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহু-ট্রাম্পের দূরত্ব বাড়ছে : ইসরায়েলি মিডিয়া

১০

বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামীপন্থিদের হামলা

১১

জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সিদ্ধান্ত এলো

১২

যুদ্ধবিরতি কার্যকর / ভারত এখনো স্থগিত রেখেছে পাক-ভারত সিন্ধু জলচুক্তি

১৩

সিএনজি ফিলিং স্টেশনের কমিশন ৫ টাকা ১০ পয়সা বাড়ানোর দাবি

১৪

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

১৫

ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

১৬

ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেড দাবি

১৭

পারিবারিক অনুষ্ঠানে ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া

১৮

পিকআপভ্যান চাপায় দুই ভাইসহ নিহত ৩

১৯

সিলেটে আ.লীগ নিষিদ্ধের মিছিলে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি

২০
X