কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হরিণ শিকার রোধে বন বিভাগের অভিনব উদ্যোগ

সুন্দরবন। ছবি : কালবেলা
সুন্দরবন। ছবি : কালবেলা

হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার মতো অপরাধ দমনে সুন্দরবন পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে অভিনব একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে নতুন আশার আলো দেখছেন পরিবেশবিদ ও স্থানীয়রা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কেউ সুন্দরবন থেকে নাইলনের জালের ফাঁদ ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে জমা দিলে জমাদানকারী ব্যক্তিকে সুরক্ষা প্রকল্পের আওতায় ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সুন্দরবন সংলগ্ন স্থানীয় বাসিন্দারা বলছেন, এক শ্রেণির অসাধু জেলেরা ছদ্মবেশে মাছ-কাঁকড়া শিকারের আড়ালে হরিণ ধরার ফাঁদ পেতে সুন্দরবনে নির্বিকারে হরিণ শিকার করছে। তবে হরিণ শিকার বন্ধ না হলে প্রকৃতির ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সুন্দরবনে হরিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শিকার করায় পরিবেশের জৈবিক চক্র বিঘ্নিত হচ্ছে। সুন্দরবনের মতো সংরক্ষিত বনাঞ্চলের হরিণ শিকার করা সেখানকার জীববৈচিত্র্যের জন্য বড় ক্ষতি।

কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাহিদ বলেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে হরিণ শিকার বেড়ে যাওয়ায় বিভাগীয় বন কর্মকর্তা, সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা নির্দেশ ক্রমে এবং রেঞ্জ কর্মকর্তাদের নেতৃত্বে ফাঁদ উদ্ধারের অভিযান চলছে। সুন্দরবন সংলগ্ন যে সব স্থানে হরিণ শিকারের প্রবণতা বেশি সেসব স্থান চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সুন্দরবনে অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়াও বন ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত গণসচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, সুন্দরবনে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার অপরাধ নিয়ন্ত্রণে আমরা অনেকগুলো উদ্যোগ হাতে নিয়েছি। তার মধ্যে একটি হলো- তথ্যদাতাকে উৎসাহিত করার জন্য সুরক্ষা প্রকল্পের আওতায় পুরস্কার প্রদান।

তিনি বলেন- জেলে, বাওয়ালি, মৌয়াল বনে ফাঁদ দেখলে উদ্ধার করে জমা দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। সুরক্ষা প্রকল্পের আওতায় প্রতি কেজি ফাঁদ জমা দিলে ১ হাজার টাকা করে পুরষ্কার দেওয়া হবে। তবে কেউ বনে ফাঁদ দেখলে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফাঁদ উদ্ধার করতে হবে বলে জানান এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্ট গণহত্যা / হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

কার্টআপ নিয়ে এলো ‘মে ম্যাডনেস’ ক্যাম্পেইন

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

ভারতে গভীর রাতে প্রাণ গেল ১৩ জনের, সবাই নারী ও শিশু

নিজেদের কৃতিত্বের কথা জানাল পাকিস্তানের সেনাবাহিনী

আ.লীগকে নিষিদ্ধ করতে সবার আগে আওয়াজ তুলেছে বিএনপি : পুতুল

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল 

অপহরণকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ২

ভারতের ‘ভিত্তিহীন’ দাবির জবাব দিল পাকিস্তানি বাহিনী

দেশীয় অস্ত্রসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেপ্তার

১০

ভারতের ২৬ ঘাঁটিতে হামলা করে পাকিস্তান

১১

বৃষ্টি নিয়ে আজও রাজধানীবাসীর জন্য সুসংবাদ 

১২

পাকিস্তানে বিস্ফোরণ, ২ পুলিশ নিহত

১৩

আজ বৃষ্টি হতে পারে যেসব জায়গায়

১৪

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৫

শেষ বন্দিকে ছাড়ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী

১৬

গাজায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় নিহত আরও ২৬

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

১২ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

১২ মে : আজকের নামাজের সময়সূচি

২০
X