সাভারে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার মিলিটারি ফার্ম এলাকার একটি পুকুর ও ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ইউটার্ন সংলগ্ন এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- টাঙ্গাইলের নাহরপুর থানার নাথুরা গ্রামের মৃত নওজেশ আলীর ছেলে আব্দুল খালেক (৭৫)। অপর মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মিলিটারি ফার্মের একটি পুকুরে মরদেহ ভাসছে। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। একই দিনে মহাসড়কের রেডিও কলোনি ইউটার্ন এলাকা থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, ঘটনা দুটি হত্যা না দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে। এ ছাড়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করতে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
মন্তব্য করুন