ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘দেড় লাখ টাকায় বিক্রি’ হওয়া সেই শিশু উদ্ধার

শিশু তানহাকে উদ্ধার করেছে র‌্যাব। ছবি : সংগৃহীত
শিশু তানহাকে উদ্ধার করেছে র‌্যাব। ছবি : সংগৃহীত

ফরিদপুরে জোর করে মায়ের কোল থেকে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করে দেওয়া আট মাসের সেই শিশু তানহা আক্তারকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (১১ মে) সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার জানান, রোববার শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শিশু তানহাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাদীর আইনজীবী আনোয়ার হোসেন বলেন, আজ বিকেলে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির অভিভাবকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাবের মাধ্যমে শিশুটি উদ্ধার হয়েছে, তাকে আদালতে পাঠানো হয়েছে।

আদালত চত্বরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মা পপি বেগম কালবেলাকে বলেন, আমি আমার বাচ্চাকে ফিরে পেতে চাই। যারা আমার মেয়েকে বিক্রি করেছে তাদের বিচার চাই। আমার কাছে সব কাগজপত্র আছে। আমি ন্যায্যভাবে আমার সন্তানকে চাই। বাচ্চার জন্যই একজন মা লড়াই করে যায়।

এর আগে ভুক্তভোগী পপি বেগম অভিযোগ করে বলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে আমার বাড়ি। তিন বছর আগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের কাইয়ুম বিশ্বাসের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই ছিল। এ সময় কোলজুড়ে আসে একটি কন্যাসন্তান। কিন্তু সুখ বেশিদিন টিকেনি। পাঁচ মাস আগে কলহের জেরে মৌখিকভাবে তালাক দেন কাইয়ুম।

তিনি আরও বলেন, তালাকের সময় আট মাস বয়সী কন্যাশিশু তানহাকে জোর করে রেখে দেন তিনি। কিছুদিন পর জানতে পারি, আমার সন্তানকে বিক্রি করে দেওয়া হয়েছে দেড় লাখ টাকায়। শিশুটি বিক্রি করা হয় একই উপজেলার শাখরাইল গ্রামের কুবাদ শেখের মেয়ে কোহিনুর বেগমের কাছে। আর এ বিক্রির মধ্যস্থতা করেন নগরকান্দা উপজেলার দলিল লেখক আলমগীর তালুকদার। পরবর্তীতে তানহাকে আনতে গেলে দিতে অস্বীকৃতি জানায়। কন্যা শিশুকে উদ্ধারের জন্য আদালতে মামলা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাট জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি

পাকিস্তানের প্রতি তুরস্কের প্রকাশ্য সমর্থনের নেপথ্যে কী?

গুলি ছুড়ে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে গণমুখী লড়াই চালিয়ে যেতে হবে : মাহফুজ আলম

পরমাণু হুমকি সহ্য করব না : মোদি

আ.লীগ নেতাকে গণপিটুনি, বিপদে বিএনপি নেতা

নগর উন্নয়ন ও পরিচ্ছন্নতা প্রত্যেক নাগরিকের কর্তব্য : ডা. শাহাদাত

জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

ইন্দোনেশিয়ায় গোলাবারুদ বিস্ফোরণ, সেনাসহ নিহত ১৩

আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে নারী নিহত

১০

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

১১

অভিযানে জব্দ ১৩ মণ সামুদ্রিক মাছ গেল এতিমখানায়

১২

ঢাকায় বাসা খুঁজছেন তারেক রহমান

১৩

অধিনায়কত্বের চাপে ভেঙ্গে পড়া নয়, ঘুরে দাঁড়ানোর আশা লিটনের

১৪

কোরআনবিরোধী নারী কমিশন বাতিলের দাবিতে হেফাজতের গণসমাবেশ

১৫

আওয়ামী নিষিদ্ধের প্রজ্ঞাপন : এনসিপির মিষ্টি বিতরণ 

১৬

ঢাবিতে সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাইল ছাত্রদল-বাগছাস-বাম

১৭

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর দালালদের হামলা

১৮

ছাত্রদলের সভায় যোগ দিলেন সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

১৯

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘ডেডিকেটেড সার্ভিস ডেস্ক’ চালু

২০
X