মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১২:৩১ পিএম
আপডেট : ১৩ মে ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) দুপুরে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান এ আদেশ দেন।

সরকারের বিশেষ গুরুত্ব বিবেচনায় এ মামলায় মাত্র ১২ কর্মদিবসে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক শুনানি শেষে এ আদেশে বাদী ও আইনজীবীরা ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন।

বাদীপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সামাজি বলেন, এই ট্রাইবুনালে আমি ‘ল’ পয়েন্টসের উপরে আর্গুমেন্ট করেছি। সোমবার পর্যন্ত এই মামলায় পাবলিক প্রসিকিউটরসহ অন্যান্য আইনজীবী বৃন্দ রাষ্ট্রপক্ষে আর্গুমেন্ট কন্ট্রোল করেছেন। আজকের সাবমিশনে আমি বলেছি যে এই মামলায় প্রসিকিউশন কেইসের বর্ণনা ও অভিযোগ অনুযায়ী সকল আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, হিটু শেখের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল সাক্ষ্য, পারিপার্শ্বিক স্বাক্ষ্যসহ যা কিছু সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে সেগুলিকে পর্যালোচনা ও সাম্প্রতিককালে উচ্চ আদালতের যে নজির ও অবজারভেশনগুলি রয়েছে সে অনুযায়ী মূল অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করেছি। একইসঙ্গে অন্যান্য আসামিদেরও মামলার ধারা অনুযায়ী আইনানুগ শাস্তি আমরা দাবি করেছি। আমরা বিশ্বাস করি এই মামলায় প্রসিকিউশন ন্যায় বিচার পাবে। কারণ আপনারা জানেন এই মামলাটিকে সরকার গুরুত্বপূর্ণ মামলা হিসেবে ট্রিট করেছেন।

এদিন সকাল ১০টার পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আনা হয়। সেখানে আর্গুমেন্ট করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগকৃত স্পেশাল প্রসিকিউটর অ্যাডভোকেট আহসানুল হক সামাজি ও মাগুরা শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুলসহ আইনজীবীরা।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, চাঞ্চল্যকর এই মামলায় দ্রুত ও সকল ধরনের আইনগত পদ্ধতি মেনে সকল আসামি ও আসামিপক্ষের আইনজীবীর উপস্থিতিতে সপ্তাহের প্রতি কর্ম দিবসে সাক্ষ্যসহ যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে। একইসঙ্গে প্রত্যেক সাক্ষীকে জেরা করছেন আসামি পক্ষে লিগ্যাল এইড নিয়োজিত আইনজীবী।

আদালত প্রাঙ্গণে উপস্থিত মামলার বাদী শিশুটির মা আয়েশা আক্তার জানান, আগামী ১৭ মে রায় দেয়া হবে। দ্রুত শুনানি শেষে রায়ের দিন ধার্য হওয়ায় তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা করেন।

গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন রাত ১০টার দিকে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে মামলার চার্জশিট জমা দেন। চার্জশিটে মামলার ৪ আসামিকেই অভিযুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া নিহত শিশুর বোনজামাই সজিব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন ও জখমের ভয়-ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ১ মার্চ শনিবার মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায় ভুক্তভোগী ওই শিশু। ৫ মার্চ বুধবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশু মারা যায়। এ ঘটনায় ৮ মার্চ নিহত আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে ৪ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি নিয়ে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১০

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১১

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

১২

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

১৩

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১৪

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

১৫

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

১৬

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

১৭

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

১৯

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

২০
X