বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা

সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি। ছবি : কালবেলা
সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের নজিরপুর-মহজমপুর কাঁচা সড়কটিতে ইটের সলিং করার এক বছর পার হলেও সড়কটির মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি সরানো হয়নি। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটিটি দ্রুত স্থানান্তরের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের নজিরপুর-মহজমপুর সড়কের মাঝখানে রয়েছে বৈদ্যুতিক এই খুঁটিটি।

স্থানীয়রা জানান, ঘনবসতিপূর্ণ মহজমপুর এলাকার প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষের উপজেলা সদরে যাওয়ার একমাত্র সড়ক এটি। এ সড়ক দিয়ে প্রতিদিন ভ্যান, রিকশা, সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। যখন সড়কটি কাঁচা ছিল তখন খুঁটির স্থানে সেলিম উদ্দিনের উঠানের দিকে ছিল, ফলে খুঁটি সড়কের পাশে ছিল না। কিন্তু এক বছর আগে ইটের সলিং দিয়ে রাস্তা করার সময় জমি মাপতে গিয়ে খুঁটিটি রাস্তার একেবারে মাঝ বরাবর পড়ে। এলাকাবাসী তখন খুঁটিটি স্থানান্তর করতে বললেও কাজ হয়নি। কিন্তু ওই খুঁটিটি এখন চলাচলকারীদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

মহজমপুর গ্রামের বাসিন্দা ময়েন উদ্দিন বলেন, রাতের অন্ধকারে তিনি ওই সড়ক দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে আহত হয়েছেন। তার মতো গ্রামের অনেকেই এ রকম ঘটনার আহত হয়েছেন। এ ছাড়া যে কোনো সয়ম বড় দুঘর্টনা ঘটতে পারে।

ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম লেলিন বলেন, মাঝে খুঁটি রেখে সড়কের কাজ করার সময় তিনি নিজেও বাধা দিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। পরে পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেও কাজ হয়নি।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগাতিপাড়া সাব-জোনাল অফিস সূত্রে জানা যায়, যখন ওই স্থানে বিদ্যুতের খুঁটিটি বসানো হয় তখন সেখানে সড়ক ছিল না। পরে সড়কটি করা হয়। এখন নিয়ম অনুযায়ী যে দপ্তর সড়কটি করেছে তারা বিদ্যুৎ বিভাগে খুঁটি স্থানান্তরের নির্ধারিত ফি জমা করলেই সেটি সরানো হবে।

এ বিষয়ে স্থানীয় নিরাপদ সড়ক চাই (নিসচা) সভাপতি আরিফুল ইসলাম তপু জানান, মানুষের চলাচলে বিঘ্ন ঘটাতেই কাজটি করা হয়েছে। অনেক আগেই এ নিয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু তিনি ব্যবস্থা গ্রহণ করেননি। দ্রুত খুঁটি স্থানান্তর না করা হলে স্থানীয়দের নিয়ে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হবে।

বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মঞ্জুর রহমান জানান, এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা স্থানান্তরের ফি পরিশোধ করলেই খুঁটিটি সরানো হবে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক বলেন, আমি এই উপজেলায় যোগদানের আগে সড়কের কাজটি করা হয়েছে। কয়েকদিন আগে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের এজিএমের মাধ্যমে বিষয়টি জেনেছি। ফি পরিশোধ করলে খুঁটিটি সরানো হবে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুলের আপিলের শুনানি পেছাল

বিএনপির আরও ২ নেতা বহিষ্কার

আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি

আমি প্রেম করছি: বাঁধন

ফিলিপাইনে ফেরিডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ১৮

ঢাকা-১৮ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর ওপর হামলা, এনসিপির নিন্দা

নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত : মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রে ৮ আরোহী নিয়ে ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত

ভারী খাবারের পর মিষ্টি নাকি টক দই ভালো

‘পদ্মশ্রী’ সম্মান পেলেন প্রসেনজিৎ-মাধবন

১০

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : তুলি

১১

৪ পুলিশ সদস্যের সাজায় অসন্তুষ্ট প্রসিকিউশন, আপিলের সিদ্ধান্ত

১২

মোংলায় ৩ শতাধিক হিন্দু-খ্রিস্টানের বিএনপিতে যোগদান

১৩

সাত বছরের সাবিহা বাঁচতে চায়

১৪

মক্কা-মদিনায় ইতিকাফের জন্য মানতে হবে নতুন নিয়ম

১৫

আগুনে পুড়ে ছাই ৭ দোকান

১৬

মারা গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি

১৭

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরের সংস্কার নিয়ে যা জানা গেল

১৮

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের মৃত্যুদণ্ড

১৯

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ শিশু তামিমের

২০
X