লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগে শিক্ষক আটক

নিহত সানিম হোসাইন। ছবি : সংগৃহীত
নিহত সানিম হোসাইন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে আল-মুঈন ইসলামী একাডেমি থেকে সানিম হোসাইন নামে হেফজ বিভাগের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিক্ষক মাহমুদুর রহমানের মারধরে সে মারা গেছে। তবে শিক্ষকরা বলছেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে সানিম টয়লেটে ঢুকে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় মাদ্রাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সানিম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা গ্রামের মুদি ব্যবসায়ী হুমায়ুন মাতব্বরের ছেলে।

এদিকে মাদ্রাসা কক্ষের সিসি ক্যামেরার ফুটেজে গামছা নিয়ে সানিমকে টয়লেটে ঢুকতে দেখা গেলেও বাহির হওয়ার কোনো দৃশ্য দেখা যায়নি। মাদ্রাসার অধ্যক্ষ বশির আহমেদ তা দেখাতে পারেননি। সানিমের মরদেহ তৃতীয় তলার টয়লেট থেকে শিক্ষকরা নিচতলায় নামিয়েছে বলে জানানো হয়। তবে নামানোর ভিডিও দেখাতে পারেননি কর্তৃপক্ষ। সানিমের মৃত্যু মেনে নিতে পারছে না তার মা-বাবাসহ স্বজনরা। ছেলের শোকে মাদ্রাসার মেঝেতে বারাবার কান্নায় মূর্ছা যান মা-বাবা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক ও সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা মাদ্রাসার শিক্ষক ও নিহত সানিমের স্বজনদের সঙ্গে কথা বলেন।

সানিমের ফুফাতো ভাই বকশি মোহাম্মদ শাহেদ হোসাইন বলেন, সানিম ২০ পারা কোরআনে হাফেজ। ৩-৪ দিন আগে আমাদের কাছে খবর যায়, সে নাকি হুজুরের কথা শোনে না, এমনকি হুজুরের নামে বদনাম করে। এ নিয়ে হুজুর তার ওপর রেগে ছিল। মঙ্গলবার দুপুরে খবর পাই সানিম নাকি টয়লেটে ঢুকে গলায় ফাঁস দিয়েছে। মাদ্রাসা এসে সেই হুজুরের কথা জিজ্ঞেস করতে সবাই বলেছে তাকে আটকে রাখা হয়েছে। সানিমের লাশ আমরা টয়লেটে পাইনি। তার লাশ মাদ্রাসার নিচতলার একটি কক্ষে বিছানায় পেয়েছি। তাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যার বিচার চাই।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমেদ বলেন, ক্লাস শেষে সবাইকে নামাজ আর খাওয়ার বিরতি দেওয়া হয়। নামাজ পড়ে সবাই খেতে যায়। কিন্তু সানিম যায়নি। সিসি ক্যামেরায় দেখা যায়, সে গামছা নিয়ে টয়লেটে প্রবেশ করে। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, মাদ্রাসাছাত্র আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালো দাগ রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান জানাল সরকার

সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি ছাত্রশিবিরের

ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঘরে বসে মিলবে ডিএনসিসির ট্রেড লাইসেন্স, দেওয়া যাবে হোল্ডিং ট্যাক্স

শিক্ষার ওপর ভ্যাট নয়, প্রয়োজন সহযোগিতা

কুয়েতে যেতে করণীয় কী, জানালেন রাষ্ট্রদূত সৈয়দ তারেক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন মো. খায়রুল হাসান 

গলায় ফাঁস লাগিয়ে বিজিবি সদস্যের ‘আত্মহত্যা’

মধ্যরাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

সোহরাওয়ার্দী উদ্যানে চলবে অভিযান

১০

জবি শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে উপাচার্য-কোষাধ্যক্ষ

১১

আইপিএলে ফিরলেন মুস্তাফিজ

১২

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

১৩

ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগ চান ছাত্রদল নেতারা, সাধারণ শিক্ষার্থীদের ‘না’

১৪

সাংবাদিক মাহফুজের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউর নিন্দা 

১৫

আঘাত যত শক্ত হবে- প্রতিঘাত তত কঠিন হবে, ভারতকে হুঁশিয়ারি

১৬

৫-১০ টাকা জীবনে এত আনন্দ আনতে পারে ভাবিনি : ড. ইউনূস

১৭

এনবিআর বিলুপ্তি একটি কসমেটিক সংস্কার মাত্র : মঈন খান

১৮

সাম্যের মৃত্যুতে ইসলামী ছাত্রশিবিরের শোক প্রকাশ

১৯

মোজো সাংবাদিকতার গতিপথ পাল্টে দিয়েছে : কাদের গনি 

২০
X