লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগে শিক্ষক আটক

নিহত সানিম হোসাইন। ছবি : সংগৃহীত
নিহত সানিম হোসাইন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে আল-মুঈন ইসলামী একাডেমি থেকে সানিম হোসাইন নামে হেফজ বিভাগের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিক্ষক মাহমুদুর রহমানের মারধরে সে মারা গেছে। তবে শিক্ষকরা বলছেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে সানিম টয়লেটে ঢুকে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় মাদ্রাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সানিম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা গ্রামের মুদি ব্যবসায়ী হুমায়ুন মাতব্বরের ছেলে।

এদিকে মাদ্রাসা কক্ষের সিসি ক্যামেরার ফুটেজে গামছা নিয়ে সানিমকে টয়লেটে ঢুকতে দেখা গেলেও বাহির হওয়ার কোনো দৃশ্য দেখা যায়নি। মাদ্রাসার অধ্যক্ষ বশির আহমেদ তা দেখাতে পারেননি। সানিমের মরদেহ তৃতীয় তলার টয়লেট থেকে শিক্ষকরা নিচতলায় নামিয়েছে বলে জানানো হয়। তবে নামানোর ভিডিও দেখাতে পারেননি কর্তৃপক্ষ। সানিমের মৃত্যু মেনে নিতে পারছে না তার মা-বাবাসহ স্বজনরা। ছেলের শোকে মাদ্রাসার মেঝেতে বারাবার কান্নায় মূর্ছা যান মা-বাবা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক ও সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা মাদ্রাসার শিক্ষক ও নিহত সানিমের স্বজনদের সঙ্গে কথা বলেন।

সানিমের ফুফাতো ভাই বকশি মোহাম্মদ শাহেদ হোসাইন বলেন, সানিম ২০ পারা কোরআনে হাফেজ। ৩-৪ দিন আগে আমাদের কাছে খবর যায়, সে নাকি হুজুরের কথা শোনে না, এমনকি হুজুরের নামে বদনাম করে। এ নিয়ে হুজুর তার ওপর রেগে ছিল। মঙ্গলবার দুপুরে খবর পাই সানিম নাকি টয়লেটে ঢুকে গলায় ফাঁস দিয়েছে। মাদ্রাসা এসে সেই হুজুরের কথা জিজ্ঞেস করতে সবাই বলেছে তাকে আটকে রাখা হয়েছে। সানিমের লাশ আমরা টয়লেটে পাইনি। তার লাশ মাদ্রাসার নিচতলার একটি কক্ষে বিছানায় পেয়েছি। তাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যার বিচার চাই।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমেদ বলেন, ক্লাস শেষে সবাইকে নামাজ আর খাওয়ার বিরতি দেওয়া হয়। নামাজ পড়ে সবাই খেতে যায়। কিন্তু সানিম যায়নি। সিসি ক্যামেরায় দেখা যায়, সে গামছা নিয়ে টয়লেটে প্রবেশ করে। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, মাদ্রাসাছাত্র আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালো দাগ রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

জালে আটকা গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের নেই : ফিফা

ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

মোবাইল চুরির পর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

১০

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডা. বিটু

১১

মাছ শিকারে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান, পথে মৃত্যু

১২

কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১৩

গোপালগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ৩১ দফার প্রচারণা 

১৪

সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন একাধিক সুবিধা

১৫

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মূল কেন্দ্র পতেঙ্গা, সুযোগ থাকবে অন্য স্থানেও

১৬

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৭

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

১৮

কাকে সতর্ক করলেন জিৎ

১৯

ট্রেনের ধাক্কায় অটোরিকশা ছিটকে গেল ১০০ ফুট, মা-মেয়ে নিহত

২০
X