চট্টগ্রাম রেঞ্জের সব জেলার থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা। বৃহস্পতিবার (১৫ মে) থেকে এ সেবা গ্রহণ করতে পারবেন সেবা গ্রহীতারা। যদিও এরই মধ্যে অনলাইনে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত।
বুধবার (১৪ মে) বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে (১৫ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের সব থানা এবং চাঁদপুর জেলা পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু হয়েছে। বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম রেঞ্জের সকল জেলা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব ধরনের জিডি অনলাইনে করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও অনলাইন জিডি সেবা চালু হবে।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
মন্তব্য করুন