বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

বলাৎকারে শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মো. সেলিম গাজী। ছবি : কালবেলা
বলাৎকারে শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মো. সেলিম গাজী। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলে বলাৎকারের শিকার হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

গতকাল পিরোজপুরের নেছারাবাদ থানাধীন গুয়ারেখা ইউনিয়নের বরতকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সেলিম গাজী (২৮) পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা এলাকার আবুল কালাম গাজীর ছেলে। তিনি বড় ডালিমা মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া ও নূরানি কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক।

সোমবার (২৮ আগস্ট) নগরীর রূপাতলীতে র‌্যাব-৮ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, ‘গত বছরের ২৩ অক্টোবর মাদ্রাসার সব শিক্ষার্থীদের নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে শিক্ষা সফরে যান কর্তৃপক্ষ। শিক্ষা সফরে অবস্থানকালীন রাত ১১টার দিকে মাদ্রাসার প্রধান শিক্ষক সেলিম গাজী শিশু শিক্ষার্থীকে রুমে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এ ঘটনা কাউকে না বলার জন্য শিশুটিকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন তিনি।

তিনি জানান, প্রায় সময় ওই শিক্ষক ১৩ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে তার রুমে ডেকে নিয়ে একাধিকবার পাশবিক নির্যাতন করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে চলতি বছরের গত ২ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান পরিবারের স্বজনরা। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকার ফাইলেরিয়া জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

গত ৭ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ গত ১৩ আগস্ট শিশুটিকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির মৃত্যু হয়।

র‌্যাব-৮ অধিনায়ক জানান, ‘শিশু মৃত্যুর ঘটনায় গত ২৭ আগস্ট তার বাবা বাদী হয়ে বাউফল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এ খবরে আত্মগোপনে চলে যায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সেলিম গাজী। মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব-৮। এর প্রেক্ষিত সোমবার রাত ২টার দিকে নেছারাবাদের গুয়ারেখা ইউনিয়নের বরতকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে তারা। সোমবার বিকেলে তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে রদবদল

বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : কফিল উদ্দিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত নজরুল / ‘যদি ফোন বন্ধ থাকে, ধরে নিও আমি বেঁচে নেই’

টাইফয়েড টিকা নিয়ে জরুরি ৫ প্রশ্নের সমাধান

টি ব্যাগ দিয়ে তৈরি চা কি শরীরের জন্য নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল 

দেশের এমবিবিএস শিক্ষায় সাইকিয়াট্রির গুরুত্ব কেন এত কম

ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

খাওয়া-দাওয়া কি সত্যিই সন্তান ধারণে প্রভাব ফেলে, কি বলছে গবেষণা

১০

কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার!

১১

হলি রোজারি চার্চে বোমা হামলার ঘটনায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নিন্দা 

১২

নামাজ আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি?

১৩

দেশের সব বিমানবন্দরের জন্য জরুরি ১০ নির্দেশনা

১৪

জনগণ আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চায় না : আমান

১৫

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

১৬

যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় আবারও ইসরায়েলি হামলা

১৭

জেহাদ স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা

১৮

গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ

১৯

কোমর ব্যথা কমাতে ফিজিওথেরাপি

২০
X