রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সময়ের আগেই রাজশাহীর বাজারে গোপালভোগ

রাজশাহীর বাজারে বিক্রি হচ্ছে গোপালভোগ। ছবি : কালবেলা
রাজশাহীর বাজারে বিক্রি হচ্ছে গোপালভোগ। ছবি : কালবেলা

মৌসুম অনুযায়ী গত শুক্রবার গুটি জাতের আমের মাধ্যমে রাজশাহীতে শুরু হয়েছে আম কেনাবেচা। হিসাব অনুযায়ী, আগামী ২২ মে থেকে রাজশাহীর বাজারগুলোতে গোপালভোগ আম ওঠার কথা। কিন্তু এরই মধ্যে রাজশাহী বাজারে সয়লাব হয়েছে গোপালভোগ আমে।

কৃষি বিভাগ জানিয়েছে, এসব আম রাজশাহীর নয়। রাজশাহীতে দু-একজন কৃষক আম পাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো আম পাড়ার সময় হয়নি বলে জানান তারা। গতকাল শনিবার সকালে সাহেববাজার, কোর্টবাজার, নিউমার্কেটসহ রাজশাহীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশকিছু দোকানে গোপালভোগ আম উঠেছে। পাশাপাশি পাড়া-মহল্লায়ও ভ্যানে গোপালভোগ আম বিক্রি করতে দেখা গেছে। তবে অধিকাংশ আমই কাঁচা। বাইরের রং দেখে পাকা মনে হলেও ভেতরে বেশিরভাগ আমই অপরিপক্ব।

বাজারে যেসব গোপালভোগ আম উঠেছে, সেগুলোর মান নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি দামও চড়া। সাহেববাজারে প্রতি কেজি গোপালভোগ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা দরে। দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

নগরীর সাহেববাজারে আম কিনতে আসা ফিরোজ আলী বলেন, এখনো গুটি আম থাকার কথা। অথচ গোপালভোগ চলে এসেছে। যেগুলো পাওয়া যাচ্ছে, সবই কাঁচা অবস্থায় পাকানো। খেতেও একদম ফিকে স্বাদ। তারপরও প্রথম আম হিসেবে কিছু কিনেছি।

সাহেববাজারের গোপালভোগ আম বিক্রেতা আবু জাফর বলেন, ২২ তারিখ গোপালভোগ তোলার কথা। কিন্তু চাহিদা বেশি থাকায় কিছু আম আগেই তুলতে হয়েছে।

খড়খড়ি বাইপাস এলাকার আমচাষি মারুফ হোসেন বলেন, আমার বাগানে কিছু গোপালভোগ আম পাকতে শুরু করেছে, তবে পুরোপুরি নয়। এখনো কোনো পাইকার আসেননি। বাধ্য হয়ে আগেভাগে তুলেছি। এতে আমের স্বাদ যেমন যাচ্ছে, তেমনি ঠিকমতো দামও পাচ্ছি না। তবে কৃষি বিভাগ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। পেকেছে, তাই নামিয়ে বিক্রি করছি।

এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা কালবেলাকে বলেন, গোপালভোগ আম ২২ মে বাজারে আসার কথা। বাজারে যেসব আম এসেছে, এগুলো সম্ভবত এ এলাকার নয়। এখানেও যে আম পাকছে না, সেটিও বলা যাবে না। মাঝে অনেক গরম গেছে। আমরা একটি ধারণা করেই তারিখ দিয়েছি। এর আগেও কেউ আম পাড়তে চাইলে আমাদের কাছে আবেদন করবে। আমরা যাচাই-বাছাই করে অনুমোদন দেব।

তিনি আরও বলেন, আমাদের কাছে দু-চারজন অনুমতি চেয়েছেন। আমরা কৃষি অফিসে যোগাযোগ করে অনুমতি নিতে বলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে ১৫ প্রকৌশলীকে চাকুরিচ্যুতির প্রতিবাদ আইইবির

হাসপাতালে গোরখোদক মনু মিয়া, ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে: টিআইবি

শারজাহতে পারভেজ ইমনের সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম জয়

নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে সাভারে মতবিনিময় সভা

এবার আন্দোলনে নামছেন বামপন্থিরা

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন কুড়িগ্রামের ২৯ জন

ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপ জিতে ক্রিস্টাল প্যালেসের ইতিহাস

নতুন বাংলাদেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে: নয়ন

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

১০

অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১১

বহিষ্কারের পর সংগঠনের দুই নেতাকে লিজার আলটিমেটাম

১২

বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

১৩

১৩ বগি ব্রিজের ওপর রেখেই চলে গেল ট্রেন

১৪

আফগানিস্তানের দিকে ভারত কেন বাড়াচ্ছে বন্ধুত্বের হাত?

১৫

অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগ, নারী সমন্বয়ক বহিষ্কার

১৬

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ইমনের ইতিহাস

১৭

গণঅভ্যুত্থান দমনে জড়িতদের শনাক্তের কমিটিতে বঙ্গবন্ধু পরিষদ নেতারা

১৮

উৎসব ভাতা নিয়ে সুখবর পেলেন বেসরকারি শিক্ষকরা

১৯

ট্রাম্পের মুখে মধু, অন্তরে বিষ- খামেনির কড়া সমালোচনা

২০
X