কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

কুমিল্লা বিএনপির দক্ষিণ জেলা ও মহানগর কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি : কালবেলা 
কুমিল্লা বিএনপির দক্ষিণ জেলা ও মহানগর কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি : কালবেলা 

কুমিল্লায় নগরীর কান্দিরপাড় লিবার্টি মোড়ে বিএনপির দক্ষিণ জেলা ও মহানগর কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ মে) রাতে দীর্ঘদিন অব্যবহৃত এবং বন্ধ অবস্থায় পড়ে থাকা কার্যালয়টির ভেতরে আসবাবপত্রে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলে পদপ্রাপ্ত ও পদবঞ্চিতদের দ্বন্দ্বের সূত্রে বিএনপি কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মহানগর বিএনপির শীর্ষ নেতারা বলছেন, দলীয় কেউ এ ধরনের কাজ করতে পারে না, কারা করেছে সেটি খুঁজে দেখা হচ্ছে। পুলিশও বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। পরদিন শুক্রবারও পদপ্রাপ্তদের আনন্দ মিছিল এবং বঞ্চিতদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে আজ শনিবার সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। স্লোগানে বলতে শোনা গেছে, ‘অবৈধ কমিটি মানি না মানবো না’।

বিক্ষোভ মিছিল চলাকালে কয়েকজন যুবক বন্ধ থাকা কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কার্যালয়ের গেট খুলে ভেতরে থাকা কয়েকটি আসবাবপত্র ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। পরে আবার তাদের মাঝখান থেকেই কয়েকজন আগুন নিভিয়ে সেই স্থান ত্যাগ করে। পরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানায় স্থানীয়রা।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কমিটি ঘোষণার পর থেকেই মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা গত তিন দিন যাবত দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছিল। এরই মাঝে পদপ্রাপ্ত এবং পদ বঞ্চিতদের মাঝে বিরোধের রূপ নেয়। তবে বিএনপির কার্যালয়ে কারা অগ্নিসংযোগ করেছে সেটা আমার জানা নেই।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কালবেলাকে বলেন, বিএনপি অফিসে আগুন দেওয়া কেউ দলীয় লোক হতে পারে না। পার্টি অফিসটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আজকের ঘটনার সময় পার্টি অফিসটি বন্ধ ছিল। আমি শুনেছি কয়েকজন যুবক পার্টি অফিসের দরজা খুলে, ভেতরে থাকা কাগজপত্র ও কাপড়ে আগুন লাগিয়ে দেয়। পরে তারাই আবার সেটা নিভিয়ে চলে যায়। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম কালবেলাকে জানান, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রদল এবং নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের আংশিক ওই দুটি কমিটি করা হয়। ওই রাতেই দুই কমিটিতে পদবঞ্চিতরা ক্ষোভে ফুঁসে উঠে। বিক্ষোভ মিছিল করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে ১৫ প্রকৌশলীকে চাকুরিচ্যুতির প্রতিবাদ আইইবির

হাসপাতালে গোরখোদক মনু মিয়া, ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

রাজস্ব ব্যবস্থা নির্বাহী বিভাগের করায়ত্ত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে: টিআইবি

শারজাহতে পারভেজ ইমনের সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম জয়

নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়তে সাভারে মতবিনিময় সভা

এবার আন্দোলনে নামছেন বামপন্থিরা

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন কুড়িগ্রামের ২৯ জন

ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপ জিতে ক্রিস্টাল প্যালেসের ইতিহাস

নতুন বাংলাদেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে: নয়ন

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

১০

অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১১

বহিষ্কারের পর সংগঠনের দুই নেতাকে লিজার আলটিমেটাম

১২

বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

১৩

১৩ বগি ব্রিজের ওপর রেখেই চলে গেল ট্রেন

১৪

আফগানিস্তানের দিকে ভারত কেন বাড়াচ্ছে বন্ধুত্বের হাত?

১৫

অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগ, নারী সমন্বয়ক বহিষ্কার

১৬

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ইমনের ইতিহাস

১৭

গণঅভ্যুত্থান দমনে জড়িতদের শনাক্তের কমিটিতে বঙ্গবন্ধু পরিষদ নেতারা

১৮

উৎসব ভাতা নিয়ে সুখবর পেলেন বেসরকারি শিক্ষকরা

১৯

ট্রাম্পের মুখে মধু, অন্তরে বিষ- খামেনির কড়া সমালোচনা

২০
X