‘গ্রিন সাভার, ক্লিন সাভার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য সাভার গড়তে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে সাভার পৌর এলাকার জালেশ্বর ওয়াইএমসিএ মিলনায়তনে সাভার নাগরিক কমিটি ও সাভার নাগরিক ফোরামের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা সাভারের নানামুখী সংকট নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা বলেন, এক সময়ের সবুজ-শ্যামল, নদী-খালবেষ্টিত সাভার আজ অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, নদী-নালা দখল, বায়ু ও পানি দূষণে বিপর্যস্ত। সভায় বক্তারা আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও কিশোরগ্যাং নির্মূল, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, দুর্নীতিমুক্ত নাগরিক সেবা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, শিল্পকারখানায় বাধ্যতামূলক ইটিপি স্থাপন, রাস্তা ও ফুটপাতে হকার পুনর্বাসন, হেমায়েতপুর-ডিইপিজেড এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মেডিকেল কলেজে উন্নীতকরণ এবং আশুলিয়ায় নতুন ২৫০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান।
এতে সভাপতিত্ব করেন সাভার নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রহিম উদ্দিন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন সাবেক এমপি ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার,জামায়াত নেতা হাসান মাহবুব মাস্টার, বিএনপি নেতা জামাল উদ্দিন সরকার, খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, আহসান উল্লাহ, বদিরুজ্জামান বদি, কায়কোবাদ হোসেন, যুবদল নেতা খোরশেদ আলমসহ নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ ও এনজিও নেতৃবৃন্দ।
সভার সমাপনীতে বক্তারা বলেন, ‘সাভার আমাদের শহর, আমাদের দায়িত্ব—এই নগরীকে বাসযোগ্য করে তোলা।
মন্তব্য করুন