রাজশাহীতে ফারাক্কা লং মার্চের ডাক দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বুধবার (২১ মে) বিকেল ৫টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে দলটির রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধনের এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় বাংলাদেশকে শুকিয়ে মারার ভারতীয় চক্রান্ত রুখে দাঁড়ানো ও পদ্মাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চের ৪৯তম বছর কেটে গেলেও আজ পর্যন্ত ভারতের নদী আগ্রাসন নীতির কোনো আগ্রগতি হয়নি। ভারত বাংলাদেশের পদ্মা নদীর উজানে ফারাক্কা বাঁধ তৈরি করে বাংলাদেশের ৪৪টি অভিন্ন নদী বিলুপ্তির পথে। ১৯৭৬ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারতের নদী আগ্রাসন নীতির বিরুদ্ধে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ডাক দেওয়া হয়।
তিনি ছিলেন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী এক অনন্য সংগ্রামী নেতা। ভারত আন্তর্জাতিক নদী নীতি অমান্য করে বাংলাদেশকে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আলফাজ হোসেন যুবরাজ, সমাজতান্ত্রিক দল বাসদ রাজশাহী জেলার সদস্য সচিব শামসুল আবেদীন ডন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক মাহফুজ আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটি সদস্য কমরেড নব কুমার কর্মকার প্রমুখ।
মন্তব্য করুন