সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি প্রায় ১৯ থেকে ২০ সেকেন্ড স্থায়ী ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।
মঙ্গলবার (২৯ আগস্ট ) দুপুর ১টা ১৩ মিনিটে সিলেটসহ ভারতের মেঘালয়ে এই মৃদু ভূমিকম্পটি অনুভূত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. ফাহিম হোসেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুর ১টা ১৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর উপজেলায়। আর ঢাকা থেকে উত্তর দিকে ১৯৫ কিলোমিটার দূরে।
সিলেট নগরের কদমতলী এলাকার বাসিন্দা আব্দুল হাই কালবেলাকে বলেন, হঠাৎ ভূমিকম্পে আমাদের বাসাট কেঁপে ওঠে। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তবে ঝাঁকুনির মাত্রা কম থাকায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মন্তব্য করুন