শেখ মমিন, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তার কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না যে এলাকায়

রাস্তার অভাবে ভোগান্তিতে এলাকাবাসী। ছবি : কালবেলা
রাস্তার অভাবে ভোগান্তিতে এলাকাবাসী। ছবি : কালবেলা

রাস্তা না থাকায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না গ্রামে। ফলে অসুস্থ ও গর্ভবতী নারীরা পড়ছেন বিড়ম্বনায়। তবে দ্রুতই রাস্তাটি নির্মাণের আশ্বাস দিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।

জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডল পাড়া গ্রামে ৪০ বছরের বেশি সময় ধরে একমাত্র চলাচলের রাস্তাটি এখনো অনুপযোগী হয়ে আছে। এত লোকের বসবাস থাকলেও এখনো রাস্তাটি নির্মাণ করা হয়নি। চলাচলের রাস্তা না থাকায় প্রতিনিয়ত নানা সমস্যায় ও বিড়ম্বনায় পড়ছেন এ অঞ্চলের হাজার মানুষ।

বিশেষ করে শিশুসহ বয়স্ক ও শিক্ষার্থী, গর্ভবতী নারীরা পড়ছেন মারাত্মক সমস্যায়। এ ছাড়া জরুরি কোনো রোগীদের জন্য অ্যাম্বুলেন্স আসার মতোও কোনো ব্যবস্থা নেই এ গ্রামে। বর্ষাকালে ও সামান্য বৃষ্টি হলেই আরও বেশি কষ্ট হয় এ এলাকার বাসিন্দাদের। রাস্তা না থাকায় এ গ্রামের মেয়েদের ভালো জায়গা থেকে বিয়ের সমন্ধও আসে না এবং বিয়েও হচ্ছে না নারীদের।

জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কাবিটা প্রকল্পের আওতায় চলতি বছরের ৩১ মার্চ থেকে ১১০০ ফিট রাস্তা নির্মাণের কথা ছিল। তবে নির্মাণাধীন চলাচলের রাস্তার সম্মুখ ভাগে ঘর তুলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রফ শেখ গং এর বিরুদ্ধে। ফলে কয়েকটি গ্রামের নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ প্রায় অসংখ্য মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছে।

তবে এলাকাবাসীর দাবি, অবিলম্বে নির্মিত ঘরটি অপসারণ করে রাস্তা নির্মাণকাজ শেষ করলে মানুষের দুর্ভোগ কমবে। আর স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে সমস্যা সমাধানসহ অবরুদ্ধ যোগাযোগ ব্যবস্থা আবারও সচল হবে এমনটাই প্রত্যাশা স্থানীয় এলাকাবাসীর। স্থানীয়রা বলছেন, বৃষ্টির সময় এ দুর্ভোগের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়।

ফজলুর রহমান খান ফেলু নামের এক বাসিন্দা কালবেলাকে বলেন, ৪০ বছর ধরে আমাদের এখানে বাড়ি করা। বৃষ্টি আসলে আমাদের সমস্যা হয়। আমাদের এ গ্রামটায় প্রায় ৬০০-৭০০ মানুষের বসবাস। বন্যা বা রাস্তায় পানি উঠলে আমার ভোগান্তি চরমে ওঠে। শিক্ষার্থী লিমিয়া বলেন, আমাদের চাওয়া এই রাস্তাটা। এই রাস্তাটা হলে আমরা শিক্ষার্থীরা ভালোভাবে যাতায়াত করতে পারি। আমাদের খুব উপহার হয়। সরকারের কাছে একটাই দাবি, এ রাস্তাটা যেন ভালোভাবে হয়ে যায়।

মর্জিনা নামের এক গৃহবধূ কালবেলাকে বলেন, আমাদের এলাকায় এ রাস্তার জন্য বিশেষ করে মুরুব্বিদের আর গর্ভবতী যারা তাদের বেশি সমস্যা হচ্ছে। হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায় ইমার্জেন্সি এখানে অ্যাম্বুলেন্স আসতে পারে না। এজন্য মাঝে মধ্যেই দুর্ঘটনা হয়। সরকারের কাছে আমাদের একটাই দাবি, শুধু আমরা রাস্তাটাই চাই।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সহসভাপতি ও স্থানীয় বাসিন্দা মনির খান কালবেলাকে বলেন, এ এলাকায় আমরা চলাফেরা করি। এ এলাকায় প্রত্যেকটা লোক অসহায়। স্কুলে যেতে পারে না। ছেলে-মেয়েরা পড়ালেখা করতে পারে না। প্রতিবন্ধী আছে। এলাকার সবাই রাস্তার জন্য রাজি থাকলেও দুইটা বাড়ির মানুষ রাজি না।

তবে সরকারি জমিতে নয় নিজস্ব জায়গায় ঘর তোলা হয়েছে বলে জানান অভিযুক্ত রফ শেখ। তিনি কালবেলাকে বলেন, এ রাস্তাটি আমাদের নিজস্ব জমি। কোনো গলি নেই এখানে। এক পায়ের হাঁটার একটা পথ। আমাদের নিজস্ব জমির ওপর দিয়ে রাস্তা দেব না। আজও দেব না কালও দেব না।

তবে দ্রুতই রাস্তাটি নির্মাণের আশ্বাস দিয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মো. নাহিদুর রহমান কালবেলাকে বলেন, এই রাস্তাটিতে আমরা বেশ কিছু দিন ধরে কাজ শুরু করেছি। যাদের জমির ওপর দিয়ে এতদিন মানুষ যাতায়াত করেছে, তাদের কোনো আপত্তি ছিল না। তবে রাস্তার কাজ শুরু হলেই জমির বিষয়ে তাদের আপত্তি ওঠে। এটি একটি স্থানীয় সমস্যা, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের ওপর সমাধানের দায়িত্ব। তারা বিষয়টি সমাধান করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতরা

দলের প্রতি অন্ধ হয়ে নিজেকে বন্ধক দিবেন না : সারজিস

স্বাস্থ্য পরামর্শ / জরায়ুমুখের ক্যান্সার: একটি নীরব ঘাতক

মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা

লিটনদের কাঁপানো হাসান আলীর মায়ের ব্যাগ ছিনতাই

ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের

ঢাবিতে ‘বাংলা সাহিত্যে ফারসির প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

শিশু ধর্ষণে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার : নয়ন

১০

সেনা অভিযানে সন্ত্রাসী লিটন গ্রেপ্তার 

১১

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না : বিমান বাহিনী প্রধান

১২

মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’

১৩

সামরিক উপস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন ‘নাকচ’ করল চীন

১৪

জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

১৫

‘অল্প গাঁজায় কড়াকড়ি নয়’—মত লন্ডন মেয়রের

১৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন

১৭

বার কাউন্সিলের অ্যাডহক কমিটি গঠন

১৮

ফেসবুকে লাইক বাড়াতে ‘ড. ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় চাই’ প্রচার

১৯

শেখ মুজিব ও তার পরিবারের নামে থাকা আরও ৬৮ কলেজের নাম পরিবর্তন

২০
X