গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মেহেরপুরে বিএনপির মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মেহেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয় প্রাঙ্গণে জাতিসংঘ ঘোষিত গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে কালো পতাকা নিয়ে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে কাঁসারী বাজার মোড় থেকে সংক্ষিপ্ত মৌন মিছিল বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন প্রমুখ।
মাসুদ অরুনের সভাপতিত্বে সমাবেশটিতে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন