জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তারের পর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন সদর উপজেলার ধলাহার গ্রামের আমানত হোসেন (৫৮) ও পাঁচবিবি উপজেলার নাকুরিয়া গ্রামের ফিরোজ হোসেন (৩৭) ।
র্যাব-৫ সূত্র জানায়, ২০১০ সালের ৩ মার্চ রাতে এক অভিযানে জেলার সদর উপজেলার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রাম থেকে ৪৩০ বোতল ফেনসিডিলসহ আমানত হোসেন ও ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সদর থানায় মামলা করে।
২৯ আগস্ট জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক দুই আসামি আমানত ও ফিরোজকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের দিন তারা আদালতে হাজির না থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওই আদেশ মতে র্যাব পৃথক অভিযান চালিয়ে জেলার ক্ষেতলাল ও নাকুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।
মন্তব্য করুন