ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছেন : আসাদুজ্জামান রিপন

বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আসাদুজ্জামান রিপন। ছবি : কালবেলা
বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আসাদুজ্জামান রিপন। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সংস্কার ছাড়া আমাদের দেশ ও জাতি আগাবে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর ৩১ দফার প্রস্তাব দিয়েছেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ২০২৫ সালে সংস্কার থেমে যাবে না। সংস্কার চলতে থাকবে।

শনিবার (২১ জুন) বিকেলে ফরিদপুরের অম্বিকা হলে ফরিদপুর বিভাগীয় বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, অতি সংস্কারের নামে অপ্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ সৃষ্টি করছে। ইতোমধ্যে ১০ মাস পার হয়ে গেছে। মানুষের মধ্যে সংস্কারের যেই আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। সংস্কার অত্যন্ত ধীর গতিতে হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি মতৈক্য কমিশনের বৈঠকগুলোতে হৈচৈ হচ্ছে। সেখানে বিভ্রান্তি ও বয়কট হচ্ছে। মতৈক্য কমিশন তাদের এজেন্ডার বাইরে অনেকগুলো অ্যাজেন্ডা নিয়েছে। এতোগুলো অ্যাজেন্ডা বাস্তবায়নের কাজ ওই কমিশনের নয়।

বিএনপির এ নেতা বলেন, দেশে একটি পরিবর্তন হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছে। মানুষ তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। এ সুযোগ হাতছাড়া করা যাবে না। তিনি প্রশ্ন রেখে বলেন, মানুষ কত রক্ত দিবে আর? মানুষ কতো পঙ্গুত্ববরণ করবে? মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত আর লোভী মানুষের জন্য এ সুযোগ বারবার হাতছাড়া হয়ে গেছে।

দলের নতুন সদস্যভুক্তির বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিপন বলেন, যে যাই বলুক না কেনো আওয়ামী লীগ আর ফিরে আসবে না। কিন্তু সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যেন দলে অনুপ্রবেশের সুযোগ না পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে নতুন প্রজন্মের হাজার হাজার তরুণ রয়েছে যারা কোনো দল করে না। এদের যদি বিএনপিতে অন্তর্ভুক্ত করা যায় তাহলে প্রান্তিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিএনপির অবস্থান আরো বেশি সমৃদ্ধ হবে।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, শরীয়তপুর জেলা বিএনপির সরদার একেএম নাসিরুদ্দিন কালু, রাজবাড়ী জেলা বিএনপির অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।

সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন। সভায় বৃহত্তর ফরিদপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিনেমায় বাঙালিয়ানা কোথায়: রঞ্জিত মল্লিক

দেশে কতবার গণভোট হয়েছে, কেমন ছিল ফলাফল

ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেবে ইসরায়েল

শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কি না জানালেন প্রেস সচিব

আগামী সংসদের ওপর পিআর ইস্যু ছেড়ে দিতে বললেন মির্জা ফখরুল

দাবি মিজানুর রহমানের / বরিশালের হয়ে বিপিএল খেলবেন তামিম!

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা, কিস্তির গ্যাঁড়াকলে জেলেরা দিশেহারা

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও এক দেশ

১০

দরিয়া-ই-নূর যেভাবে বাংলাদেশে

১১

স্কুলে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ২ শিক্ষকের মারামারি

১২

টাকা ছাড়া ফেরিতে গাড়ি উঠতে দেয় না বিআইডব্লিউটিসির লস্কররা!

১৩

যে সাত ইসরায়েলি মুক্তি পেলেন

১৪

জুটি বাঁধছেন বিজয়-কীর্তি

১৫

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা

১৬

বিপিএলে অংশ নিতে আয়োজকদের যে শর্ত দিল বরিশাল

১৭

সাত ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি

১৮

রাজধানীতে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

১৯

সফল মানুষ অফিস শেষের ১০ মিনিটে যা করেন

২০
X