চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পরীক্ষা পেছানোর দাবিতে বোর্ডের সামনে বিক্ষোভ

চট্টগ্রামে পরীক্ষা পেছাতে আন্দোলনে নামে একদল শিক্ষার্থী। ছবি : কালবেলা
চট্টগ্রামে পরীক্ষা পেছাতে আন্দোলনে নামে একদল শিক্ষার্থী। ছবি : কালবেলা

চট্টগ্রামে পরীক্ষা পেছাতে আন্দোলনে নেমেছে একদল শিক্ষার্থী। দেশে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে একদল পরীক্ষার্থী।

রোববার (২২ জুন) দুপুর ১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি কয়েক ঘণ্টা ধরে চলে।

এ সময় প্রায় ২৫-৩০ জন শিক্ষার্থী ‘সুরক্ষা না পরীক্ষা, সুরক্ষা সুরক্ষা’ স্লোগান দিয়ে বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এতে সাধারণ মানুষ ও অভিভাবকরা সেবাগ্রহণে ভোগান্তির শিকার হন।

শিক্ষার্থীরা জানান, করোনায় অনেকেই আক্রান্ত হচ্ছেন, এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে। তারা পরীক্ষা অন্তত দুই মাস পিছিয়ে যৌক্তিক সময়সূচি দেওয়ার দাবি জানান।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, ‘এবার ৩০৭টি কলেজের শিক্ষার্থীরা ১১৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে। নির্বিঘ্ন পরীক্ষা নিশ্চিত করতে ৪০টি পরিদর্শক দল গঠন করা হয়েছে, যার মধ্যে ৩০টি সাধারণ ও ১০টি বিশেষ দল রয়েছে।’

পরীক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবি আন্তঃবোর্ডে জানানো হয়েছে। সরকার প্রয়োজন মনে করলে সিদ্ধান্ত নেবে।’

চট্টগ্রামে কলেজ বেড়েছে, তবু কমেছে এইচএসসি পরীক্ষার্থী

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। চলতি বছর ৩০৭টি কলেজ থেকে ১ লাখ ২ হাজার ৮৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। অথচ গত বছর ২৮৭টি কলেজ থেকে অংশ নিয়েছিল ১ লাখ ৬ হাজার ৩৪ জন। আগামী ২৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

শিক্ষাবোর্ডের তথ্যমতে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭১ হাজার ৫২৩। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৮৩৯ এবং ছাত্রী ৩৯ হাজার ৬৮৪। শুধু মহানগরের পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৫৮৪।

অন্যদিকে, কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৫, যার মধ্যে ছাত্র ৪ হাজার ৭২২ ও ছাত্রী ৭ হাজার ২৮৪। রাঙামাটিতে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫৫৪, যার মধ্যে ছাত্র ২ হাজার ৪১৬ এবং ছাত্রী ৩ হাজার ১৩৮। খাগড়াছড়িতে ৭ হাজার ৮২ জন পরীক্ষার্থী রয়েছেন, ছাত্র ৩ হাজার ৩০৬ ও ছাত্রী ৩ হাজার ৭৭৬। বান্দরবানে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮৭১, যার মধ্যে ছাত্র ১ হাজার ৮৫৬ এবং ছাত্রী ২ হাজার ১৫। মোট ১১৫টি কেন্দ্রে এসব শিক্ষার্থী পরীক্ষা দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

বদনজর ও কালো জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫ আমল

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

চিকন শিশুকে মোটা বলায় সংঘর্ষ, আহত ১০

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

প্রধান শিক্ষক যুবলীগ নেতা, ফাঁদে পড়ে ইংরেজি শিক্ষক গরুর রাখাল

১০

প্রতীকী মূল্যে মসজিদ-মন্দিরকে জমি দিয়ে ইতিহাস গড়ল রেলওয়ে

১১

নওগাঁয় চালককে হত্যা, পাঁচজনের যাবজ্জীবন

১২

শাহরুখ না, শাকিবকে নায়ক হিসেবে চান মনিকা

১৩

শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

১৪

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা, ফিরেছেন জুনায়েদ সিদ্দিক

১৫

ভিকির মতো শান্ত মানুষ সাইকো থ্রিলার ভাবেন কীভাবে, প্রশ্ন নাবিলার

১৬

চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কিছু দেখামাত্র ব্যবস্থার নির্দেশ

১৭

আবুল খায়ের গ্রুপে মার্কেটিং অফিসার পদে নিয়োগ

১৮

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ, আজই আবেদন করুন

১৯

রাজনীতিতে শিষ্টাচার-শুদ্ধাচারের আবশ্যকতা 

২০
X