বগুড়া ব্যুরো ও শাজাহানপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পারভেজ আলম তালুকদার। ছবি : সংগৃহীত
বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পারভেজ আলম তালুকদার। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও কলেজশিক্ষক পারভেজ আলম তালুকদারকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারাল অস্ত্রের আঘাতে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাথাইল চাপড় এলাকায় এ ঘটনা ঘটে।

পারভেজ আলম উপজেলার আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বগুড়া কৈচড় বিএম কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

পারভেজ উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে। এদিকে ছেলে হত্যার খবর পেয়ে বাবা মনসুর তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হজরত আলি বলেন, ‘পারভেজ স্থানীয় সাবরুল বাজার থেকে মোটরসাইকেলে করে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় চার-পাঁচজন তার পথরোধ করে কোপাতে থাকে।’

তিনি আরও বলেন, ‘পারভেজ দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানেও তাকে কোপানো হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। ছেলের মৃত্যুর খবরে পারভেজের বাবা সাবেক ইউপি সদস্য মন্টু মিয়া হৃদরোগে আক্রান্ত হন।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘প্রায় দেড় মাস আগে পারভেজের বড় ভাই পান্নাকে চাঁদার দাবিতে সাগর নামের একজন ছুরিকাঘাত করেন। ওই সময় পান্না বেঁচে যান। তবে তখন ছোট ভাই পারভেজের ক্ষতি করার হুমকি দেয়। এ নিয়ে আগস্ট মাসে আইনশৃঙ্খলা মিটিংয়ে অভিযোগ জানানো হয়। ওসি সেখানে উপস্থিত ছিলেন। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, ‘বেলা ১১টা ১৫ মিনিটের দিকে পারভেজ নামে একজনকে গুরুতর আহত অবস্থায় শজিমেক হাসপাতালে আনা হয়। তার মাথা, ডান হাতে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ‘ধারাল অস্ত্রের কোপে পারভেজের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের ধরতে অভিযান চলছে।’

ইউপি চেয়ারম্যানের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পারভেজের পরিবারকে একাধিকবার সাগরের বিরুদ্ধে মামলা দায়েরের কথা বলা হয়েছিল। তবে তারা মামলা করেননি। চেয়ারম্যান অভিযোগ দিলে ওই এলাকায় অভিযান চালানো হয়। তখন সাগর বাধ্য হয়ে কয়েকদিন আগে এক মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। তার কয়েকজন সহযোগীকে কয়েক দিন আগে গ্রেপ্তার করা হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১০

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

১১

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১২

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৩

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১৪

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১৬

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১৭

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৮

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৯

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

২০
X