কক্সবাজার সদরের নুনিয়ারছড়ার ফিশারিঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আইয়ুব আলী (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
তিনি চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। আইয়ুব ট্রলারের চালক ছিলেন বলে জানা গেছে।
শনিবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তিনি মারা যান।
আইয়ুবের স্বজন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুস শফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন দগ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বলেন, ‘বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে জেলেরা ৬ নম্বর ঘাটে আসছিলেন। হঠাৎ বিকট শব্দ হলে গিয়ে দেখি নোঙর করা নৌকায় থাকা রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে নৌকার জেলেরা দগ্ধ হন।’
মন্তব্য করুন