নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

আদালত চত্বরে ডা. সেলিনা হায়াৎ আইভী। পুরোনো ছবি
আদালত চত্বরে ডা. সেলিনা হায়াৎ আইভী। পুরোনো ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত শ্রমিক সজল হত্যা মামলায় এ রায় দেন আদালত।

বুধবার (০৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন। জামিন শুনানির সময়ে আসামিকে আদালতে হাজির করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির।

আসামি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জে সজল হত্যা মামলায় মেয়র আইভীর পক্ষে আদালতে জামিন আবেদন করেছি এবং যুক্তি উপস্থাপন করেছি। এ মামলায় মেয়র আইভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট একটি কথাও বলিনি। কার গুলিতে সজল নিহত হয়েছে তা মামলার এজাহারের বর্ণনায় নেই। কে বোমা বিস্ফোরণ করেছে তারও কোনো বর্ণনা উল্লেখ করা হয়নি। কিন্তু এরপরও আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির বলেন, সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভী ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৬ নম্বর আসামি করা হয়। এ মামলায় আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

তিনি বলেন, আইভী তৎকালীন ফ্যাসিস্ট সরকারের একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ওই সময় বড় ভূমিকা পালন করেছেন। নারায়ণগঞ্জে আইভী ও শামীম ওসমান তৎকালীন সরকারের প্রত্যক্ষ মদদে ছাত্রদের আন্দোলন নস্যাৎ করার জন্য ভূমিকা পালন করেছে। সেই ভূমিকা নেওয়ার ফলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। আমরা আশা করি, তিনি দীর্ঘদিন জেলহাজতে থাকবেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ্-বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জুতা কারখানার শ্রমিক সজল। এ ঘটনায় চলতি বছরের ১৬ মে সজলের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাত আরও এক থেকে দেড় শতাধিক ব্যাক্তিকে আসামি করা হয়।

প্রসঙ্গত, গত ৯ মে ভোরে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সিদ্ধিরগঞ্জের পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যারেজে বসে মাদক সেবনরত প্রধান শিক্ষক গ্রেপ্তার

কিছু বিষয় আমাদের মধ্যে সংশয়ের জায়গা তৈরি করেছে : আখতার

রাকসু নির্বাচনে ৪৩ পদে লড়ছেন ৯১৮ প্রার্থী

বগুড়ায় ডিবির ওসিসহ তিন কর্মকর্তা ক্লোজড

ব্যাংক ঋণ পরিশোধে মনোযোগী সরকার

রাকসু নির্বাচনের ফল প্রস্তুতে বিশেষজ্ঞ কমিটি গঠন

‘ফ্যাসিস্ট সরকার উন্নয়নের সব বাজেট লুটপাট করে খেয়ে ফেলেছে’

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : প্রধান উপদেষ্টা

বিষধর কিং কোবরা সাপ দেখিয়ে চাঁদাবাজি

১১১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ, আছে যত শর্ত

১০

হিন্দি নিষিদ্ধ করতে চায় তামিলনাড়ু সরকার

১১

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’

১২

এবার রিপন মিয়ার বিষয়ে মুখ খুললেন বাবা

১৩

বাজেট না পাওয়ায় পরিপূর্ণ সংস্কার হচ্ছে না জবির রফিক ভবনের

১৪

সবচেয়ে বেশি দান করেন যে ধনকুবেররা

১৫

যমুনার ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে ৫ গ্রাম

১৬

চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে 

১৭

জামায়াতের প্রতি যে আহ্বান জানালেন মির্জা ফখরুল

১৮

৭ দাবিতে দেশের বিভিন্ন জেলায় জাগপার মানববন্ধন

১৯

জাল নোট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

২০
X