বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
খুলনা ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভারি বর্ষণে প্লাবিত খুলনার হাজারো মৎস্য ঘের

ভারি বর্ষণে খুলনা উপকূলের পাইকগাছার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি : কালবেলা
ভারি বর্ষণে খুলনা উপকূলের পাইকগাছার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি : কালবেলা

ভারি বর্ষণে খুলনা উপকূলের পাইকগাছার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্ষার পানিতে ডুবে গেছে হাজারো মৎস্য ঘের। বেড়েছে জনদুর্ভোগ। উপজেলা কৃষি অফিস ও আদালত চত্বরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।

কয়েক দিনের মধ্যে একটানা দুবার ভারি বর্ষণে পাইকগাছার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

এ বছর আষাঢ় মাসের প্রথম থেকে একটানা গুঁড়ি গুঁড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। এতে আমন ধানের বীজ তলা, সবজি ক্ষেত, মৎস্য লিজ ঘের, নার্সারি, পুকুর, বাগান, রাস্তা ও বসতবাড়ি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পাইকগাছার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলি উঁচু এলাকা হলেও বাকি ৬টি ইউনিয়ন নিচু এলাকায় অবস্থিত। সামান্য বৃষ্টি হলে এসব এলাকা পানিতে তলিয়ে যায়। তবে গত দিনের ভারি বর্ষণে উঁচু এলাকাও পানিতে তলিয়ে গেছে।

পৌর বাজারের সোনা পট্টি, মাছ বাজারসহ বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। উপজেলার বেশিরভাগ গ্রামীণ রাস্তাগুলো পানিতে তলিয়ে থাকে। বাড়ির উঠান পানিতে ডুবে যাওয়ায় সাধারণ মানুষ বিড়াম্বনায় পড়েছে। কয়েক দিনের বৃষ্টিতে শ্রমজীবী মানুষরা কাজে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়ে আর্থিক অনাটনের মধ্যে পড়েছে।

উপজেলার সদর ইউনিয়ন গদাইপুরের কয়েকশ নার্সারি ক্ষেত পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সবজি ক্ষেত ও আমন ধান ঝোড়ো হাওয়ায় পড়ে পানিতে তলিয়ে গেছে। কয়েক দিনের একটানা বৃষ্টিতে মানুষের জনদুর্ভোগ বেড়েই চলেছে।

গদাইপুর ইউনিয়নের কৃষক সামাদ গাজী জানান, ভারি বৃষ্টিতে নার্সারি, সবজি ও ধানের ক্ষেত তলিয়ে গেছে। তার কুল, পেয়ারা ও লেবুর প্রায় তিন হাজার ছোট চারা পানির নিচে তলিয়ে আছে। বাড়ির উঠান পর্যন্ত তালিয়ে রয়েছে।

উপজেলার অনেকেরই একই অভিযোগ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পানি নিষ্কাশনের ড্রেন ভরাট হয়ে যাওয়ায় পানি বের হতে পারছে না। তাছাড়া ব্যক্তি স্বার্থে কিছু মানুষ তার বাড়ির সামনের বা পাশের ড্রেনটি বন্ধ করে রাখায় বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে রয়েছে। পানি ঠিক মত বের হতে পারছে না। এতে করে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

পাইকগাছা মেইন সড়কের গোলাবাটি, সলুয়া, নতুন বাজার ও জিরো পয়েন্ট এলাকার ভাঙ্গা রাস্তা আরও ভেঙ্গে ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে। যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন জানান, কয়েক দিনের ভারি বর্ষণে এলাকা প্লাবিত হয়ে আমন ধানের বীজ তলা তলিয়ে গেছে ও সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। আমাদের উপসহকারী কর্মকর্তারা ইউনিয়নে কাজ করছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ প্লাবিত এলাকার পানি সরে গেলে আমন ধানের চারার তেমন ক্ষতি হবে না।

পাইকগাছার সিনিয়র মৎস্য অফিসার সৈকত মল্লিক বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার পুকুর ও প্রায় তিন হাজার ছোট বড় ঘের তলিয়ে গেছে। যদি আবার এখন ভারি বৃষ্টি না হয় তাহলে অতি দ্রুত পানি সরে যাবে। এতে কোটি টাকার মাছ চলে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ভারি বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি নিষ্কাশনের জন্য নদীর স্লুইস গেটগুলো উন্মুক্ত রাখাসহ বিভিন্ন ড্রেন পরিষ্কার করার জন্য টিমগুলো কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার

অনুশীলনের জন্য দরকার হলে রিহার্সাল নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

সংবাদ সম্মেলনে প্রেস সচিব / নির্বাচনের আগে প্রশাসনে ১৭ হাজার জনবল নিয়োগ হবে

এনসিপির কার্যালয়ে সামনে ফের ককটেল বিস্ফোরণ

জুলাইয়ে আহতদের জন্য দেড় হাজার ফ্ল্যাট, ব্যয় ১,৩৪৪ কোটি টাকা

ভুয়া তথ্য দিয়ে স্কুল এমপিওভুক্ত করেছেন কথিত প্রধান শিক্ষক

ডুবোচর ও তাপ বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে ইলিশশূন্য পায়রা!

চোখ হারানো জুলাই যোদ্ধা হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকার অনুদান

পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন / জিও ব্যাগ ফেলছে পাউবো, স্থানীয়দের দাবি টেকসই বাঁধ

৫ শিক্ষকের ৪ জনই অনুপস্থিত, পাঠদান ব্যাহত

১০

একবার সুযোগ দিন, ফেল করলে দ্বিতীয়বার চাইবো না : ফয়জুল করিম

১১

হেফাজত আমিরের সঙ্গে নেজামে ইসলাম পার্টির নেতার বৈঠক

১২

সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত

১৩

যুক্তরাষ্ট্রে বন্যা কেন এত মারাত্মক হলো, দায় কার?

১৪

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ

১৫

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

১৬

চট্টগ্রাম বন্দর পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান

১৭

ব্রাজিল কোচ আনচেলত্তির এক বছরের জেল

১৮

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে অস্থায়ী চেয়ারম্যান নিয়োগ

১৯

চাঁদাবাজ দুর্নীতিবাজদের বয়কট করুন : নাহিদ ইসলাম

২০
X