কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৪:৫৬ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বন্যা ঝুঁকি নেই, যথাসময়ে এইচএসসি পরীক্ষা

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকায় যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরোনো ছবি
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকায় যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুরোনো ছবি

চট্টগ্রাম বিভাগের কোনো কেন্দ্রেই বন্যা বা প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা বোর্ড। ফলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

বুধবার (৯ জুলাই) রাতে তিনি বলেন, পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও ঝুঁকি পরিস্থিতি নিয়ে বিভাগের অধীন সব জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে যোগাযোগ করেছি। তারা সবাই জানিয়েছেন, তাদের জেলায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো পরীক্ষাকেন্দ্রে বন্যার কারণে ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, শুধু কুতুবদিয়াকে ঘিরে শুরুতে কিছুটা শঙ্কা ছিল। কারণ এলাকা নিম্নাঞ্চল হওয়ায় সামান্য জোয়ারেও পানি ঢোকার সম্ভাবনা থাকে। তবে এখন পর্যন্ত সেখানেও কোনো সমস্যা দেখা দেয়নি। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় সকল ব্যবস্থা যেমন—পর্যাপ্ত আসনসংখ্যা, নিরাপত্তা, পানিস্বল্পতা নিরসন এবং যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে নির্ভার মনে পরীক্ষায় অংশ নিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য। অভিভাবকরাও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সব ধরনের পরিস্থিতি বিবেচনায় রেখে প্রস্তুত আছি। রাতেও পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। বোর্ডের রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভয়াবহ সেই ইনজুরির জন্য কাউকেই দোষ দিচ্ছেন না মুসিয়ালা

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় বেজে উঠল সাইরেন

যাত্রাবাড়ীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩

সাতসকালে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন

শিশুকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ, দেবর গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত

দুই সপ্তাহ তেল ছাড়া খাবার খেলেই শরীরে দেখা দেবে যেসব পরিবর্তন 

ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন

ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোয় জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মায়ামি জার্সিতে মেসির জোড়া গোল, গড়লেন নতুন ইতিহাস

১০

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রথম দিনের শুল্ক আলোচনা অনুষ্ঠিত

১১

পিএসজির কাছে এক হালি খেয়ে আলোনসোর প্রতিক্রিয়া

১২

মাকে মারধর করায় গণপিটুনিতে যুবক নিহত

১৩

ফ্রিজের ওপরে এই ৯ জিনিস একদমই রাখা উচিত নয়

১৪

বিয়েবাড়ি থেকে ফেরার পথে পুকুরে বাস, নিহত ৩

১৫

ফরিদপুরে বাড়ছে পদ্মার পানি, ভাঙন আতঙ্ক

১৬

হারানো ১৪৫ মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা

১৭

জলবায়ু পরিবর্তনের যুগে ডুমুর গাছের দারুণ ম্যাজিক

১৮

সেপটিক ট্যাংকে পড়ে ৪ তরুণের মৃত্যু

১৯

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

২০
X