বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে। কেউ দাবি করেছে, যা বিএনপি ১৭ বছরে পারেনি তা তারা ৮ মিনিটেই করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন কি না দেখেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) ডেমরা থানা বিএনপির আয়োজনে সারুলিয়া এলাকার একটি রেস্টুরেন্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইশরাক বলেন, এনসিপির প্রতীক নিয়ে সিদ্ধান্ত দিলেন নির্বাচন কমিশন। কিন্তু তারা (এনসিপি) বললেন- শাপলা না হলে ধানের শীষ নাকি থাকবে না। আরে, বিএনপি যখন দেশের সেরা একটি দল তখন আপনাদের অনেকের তখন জন্ম হয়নি। আপনারা প্রতিটি বিষয়ে বিএনপিকে কেন টানছেন। আপনারা কী মনে করছেন বিএনপির সমান দল হয়ে গেছেন।
দলের নতুন সদস্য সংগ্রহ নিয়ে তিনি বলেন, দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে নয়, বরং সব সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ ও অস্ত্রধারীদেরও বাদ দিতে হবে।
মন্তব্য করুন