নেত্রকোনার বারহাট্টায় প্রেমে সাড়া না দেওয়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। পরে ৫ ঘণ্টা পর উদ্ধার করেছেন পরিবারের সদস্যরা।
গত রোববার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বারহাট্টা উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বারহাট্টা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে চিরাম ইউনিয়নের জয়পতাক এলাকার নয়ন মিয়ার ছেলে মো. রিদয় খানসহ (২২) আরও অজ্ঞাত দুজনের নাম উল্লেখ করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর বাবার মোবাইল ফোনে প্রায় সময়ই আসামি রিদয় খান ইমোতে কুরুচিপূর্ণ মেসেজ করতেন এবং ফোনে কথা বলতে চাইতেন। এ নিয়ে রিদয়কে নিষেধ করলে হুমকি ও ভয়ভীতি দেখাতেন তিনি। ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে রিদয় ভুক্তভোগীর গলায় ও মুখে গামছা পেঁচিয়ে আরও অজ্ঞাত কয়েকজনকে নিয়ে তাকে অপহরণ করে। খোঁজাখুঁজির একপর্যায়ে ভোর রাতে পরিবারের লোকজন গেরিয়া গ্রামের একটি কালভার্টের ওপর থেকে ভুক্তভোগীকে উদ্ধার করেন।
অপহরণের শিকার শিক্ষার্থীর ফুফু জানান, আমার ভাতিজিকে তারা অপহরণ করে নিয়ে গেছে। পরে আমরা উদ্ধার করি। সে অসুস্থ হয়ে পড়ায় আমরা দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আমার ভাতিজির ওপর হওয়া এ অন্যায়ের বিচার চাই।
এ ব্যপারে জানতে অভিযুক্ত রিদয় মিয়ার ফোনে বারবার ফোন করার পরও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে আবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ বন্ধ পাওয়া যায়।
বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ভুক্তভোগীর বাবা আমাদের কাছে একটি অপহরণের অভিযোগ দিয়েছে। আমরা সেটি তদন্ত করতেছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা করার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন