জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদ এখনো নানাভাবে কাজ করার চেষ্টা করছে। মানুষ মুজিববাদের বিরুদ্ধে ৫ আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জে পদযাত্রা শেষে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, সুনামগঞ্জ মরমী সাধক আউল বাউলের। এখানে জন্ম নিয়েছেন দেওয়ান হাছন রাজা, শাহ আব্দুল করিমসহ অনেক গুণীজন। এ এলাকার মানুষ সংগ্রামী। তারা হাওরের সঙ্গে সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করে। গত জুলাই গণঅভ্যুত্থানে সেই সংগ্রামী জীবনের পরিচয় দিয়েছেন সুনামগঞ্জের তিন বীর সৈনিক সোহাগ মিয়া, আয়াত উল্লাহ ও হৃদয় শহীদ হয়েছেন। তারা প্রমাণ করেছেন- সুনামগঞ্জের মানুষ দেশের প্রয়োজনে সব করতে পারে।
তিনি বলেন, আজ আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল না। কিন্তু ইতিহাস এবং সময় আমাদের আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কোটাসংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা একদফা দাবির মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলেছিল। আপনারা আমাদের ওপর আস্থা রেখেছিলেন, আপনারা ৫ আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে। আপনারা গণবভন ঘেরাও করেছেন, আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন। আমরা মনে করি এই বিজয়ে এই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয় দাবিদার হচ্ছেন আপনারা সাধারণ জনগণ।
তিনি আরও বলেন, শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের দিয়ে গেছেন। আমরা আপনাদের কথা দিচ্ছি- আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমার ফিটসেনবিহীন রাষ্ট্র রেখে যেতে পারি না। আপনাদের সন্তানরা এ দেশের জন্য জীবন দিয়েছে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর রাষ্ট্র রেখে যেতে চাই।
নাহিদ বলেন, মুজিববাদ মানেই ফ্যাসিবাদ। মুজিববাদ হচ্ছে বিভাজনের রাজনীতি। মুজিববাদ হচ্ছে খুন, ধর্ষণ আর মানবাধিকার হরনের রাজনীতি। মুজিববাদ হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েমের রাজনীতি। মুজিববাদ মানেই দেশের মানুষের টাকা লুট করে পাচারের রাজনীতি। লুটেরাদের রাজীনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি।
মন্তব্য করুন