সিলেট ব্যুরো
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১০:৩২ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের কবর রচনা করে এসেছি, নতুন বাংলাদেশ গড়তে চাই : হাসনাত

বক্তব্য রাখছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এনসিপি কোনো চাঁদাবাজের, টেন্ডারবাজের দল নয়, সংকট থেকে এসেছে। ফ্যাসিবাদের কবর রচনা করে আমরা এসেছি। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।’

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এতদিন দেশটা ছিল ধনিক শ্রেণির। দেশটা ছিল বসুন্ধরা, প্রশাসন, আর্মিদের। দেশটা জনগণের হয়ে উঠেনি। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, ক্ষমতা জয় করে জনগণের হাতেই তুলে দেব।

সিলেটবাসীর উদ্দেশে হাসনাত বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সংকট এখনো শেষ হয়ে যায়নি। ইতোমধ্যে একটি পক্ষ আওয়ামী লীগের হয়ে কাজ করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। তাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। যারা এ দেশে আওয়ামী লীগের দালালি করেছে, তাদের মিডিয়া খুলেছে, ভেতরে ভেতরে কাজ করছে। তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামী লীগকে আমরা আর দাঁড়াতে দেব না।’

সমাবেশ মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশের সিংহভাগ প্রবাসী এই সিলেট অঞ্চলের বাসিন্দা। তাদের পাঠানো রেমিট্যান্স থেকেই আমাদের দেশের অর্থনীতির চাকা সচল থাকে। আমরা দেখতে পাচ্ছি, সরকার থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আমরা আশানুরূপ কোনো ফলাফল এখনো দেখতে পাইনি। আজকে এই পুণ্যভূমি সিলেট থেকে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

দেশব্যাপী চলমান চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের ব্যাপারে তিনি বলেন, ‘অনেকেই বলেন, আমরা নাকি বিএনপিবিরোধী। আমরা মোটেও বিএনপিবিরোধী নই, আমরা জিয়াউর রহমান ও খালেদ জিয়ার বিরোধী নই, আমরা তারেক রহমানের বিরোধী নই। তবে আমাদের এই নতুন বাংলাদেশে চাঁদাবাজদের ঠাঁই হবে না। বাংলাদেশে আমরা কোনো সিন্ডিকেট কার্যক্রম পরিচালনা করতে দেব না। বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদকে ঠাঁই দেব না।’

এনসিপি ঐক্যের রাজনীতিতে কাদের সঙ্গে থাকবে প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ‘আগামীতে যদি ঐক্য হয়, আমাদের যারা সহযোদ্ধা হবেন, তাদের অবশ্যই একটি শর্ত মেনে ঐক্যে আসতে হবে। তা হচ্ছে, বাংলাদেশে চাঁদাবাজি করা যাবে না, সন্ত্রাসী কার্যকলাপ চালানো যাবে না, কোনো সিন্ডিকেট করা যাবে না। দেশের জনগণের জন্য রাজনীতি করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু

সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

প্রতিষ্ঠার ১৯ বছর / বিদেশে সরাসরি মাস্টার্সে ভর্তি হতে পারছেন না কুবি শিক্ষার্থীরা

সুপারসনিক বিমানের সফল পরীক্ষা, কী আছে এতে

ঘরে মুরগির মাংস দেখে সেজদায় লুটিয়ে পড়ল শিশু

ব্রাজিলে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কী হচ্ছে সেখানে

রাজধানীতে আজ কোথায় কী

আজ ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিস্তা নদী রক্ষার দাবিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফ্ল্যাশ মব

পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

গাজায় হামলা থামেনি, শতাধিক নিহত

১১

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১২

মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি যাওয়ায় পায়ে শিকল বেঁধে শিশুর পাঠদান

১৩

মধুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আটক

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫

৩০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

চট্টগ্রামে বর্জ্য থেকেই তৈরি হবে গ্রিন ডিজেল ও অ্যাভিয়েশন ফুয়েল

১৭

রাজধানীতে আ.লীগ নেতা মানিক দর্জি গ্রেপ্তার

১৮

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি-দুঃশাসনমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

১৯

আফগানিস্তান নয়, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

২০
X