নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মাহরিন নারী জাতির কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন : আফরোজা আব্বাস

নিহত মাহরিন চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করেন আফরোজা আব্বাস। ছবি : কালবেলা
নিহত মাহরিন চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করেন আফরোজা আব্বাস। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাহরিন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তিনি বলেন, আমরা পুরো নারীসমাজ আজ গর্ব করে বলতে পারি, তিনি একজন গর্বিত মা। পুরো নারী জাতির কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন মাহরিন চৌধুরী।

শুক্রবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় পারিবারিক কবরস্থানে মাহরিন চৌধুরীর কবর জিয়ারত ও মোনাজাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন আফরোজা আব্বাস।

মাহরিন চৌধুরী সমগ্র নারী জাতির কাছে গর্বিত মা হয়ে থাকবেন উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন, মাহরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচিয়ে প্রমাণ করেছেন, তিনি শুধু শিক্ষকই নন, একজন গর্বিত মা তিনি। যে শিশুগুলোকে তিনি বাঁচিয়েছেন, তাদের সঙ্গে তার রক্তের কোনো সম্পর্ক ছিল না, ছিল আত্মার সম্পর্ক। সব বাচ্চাকে তিনি নিজের বাচ্চা মনে করেছিলেন। এখানে তিনি নিজের দুই নাবালক সন্তান, স্বামী, ভাই-বোনসহ পরিবারের কারও কথা চিন্তা করেননি। ওই সময় শিক্ষার্থীরাই ছিল তার সবকিছু। এ জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে তাদের বাঁচিয়েছেন। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি একজন গর্বিত মা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বেলা ১১টার দিকে আফরোজা আব্বাসের নেতৃত্বে মহিলা দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জলঢাকায় বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাহরিনের বাবার বাড়িতে যান। সেখানে মাহরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, দুই ছেলে, ভাই-বোন এবং স্বজনদের সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নেন।

এরপর মাহরিনের স্বামী-সন্তান ও স্বজনদের সঙ্গে নিয়ে বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন পারিবারিক কবরস্থানে মাহরিন চৌধুরীর কবর জিয়ারত করেন আফরোজা আব্বাসসহ মহিলা দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এ সময় আফরোজা আব্বাসের সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তারসহ রংপুর মহানগর ও লালমনিরহাট জেলা মহিলা দলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশির বদলে গান শুনিয়ে বাড়ি থেকে ময়লা সংগ্রহের উদ্যোগ

শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু

সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

প্রতিষ্ঠার ১৯ বছর / বিদেশে সরাসরি মাস্টার্সে ভর্তি হতে পারছেন না কুবি শিক্ষার্থীরা

সুপারসনিক বিমানের সফল পরীক্ষা, কী আছে এতে

ঘরে মুরগির মাংস দেখে সেজদায় লুটিয়ে পড়ল শিশু

ব্রাজিলে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কী হচ্ছে সেখানে

রাজধানীতে আজ কোথায় কী

আজ ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিস্তা নদী রক্ষার দাবিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফ্ল্যাশ মব

১০

পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

গাজায় হামলা থামেনি, শতাধিক নিহত

১২

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৩

মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি যাওয়ায় পায়ে শিকল বেঁধে শিশুর পাঠদান

১৪

মধুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আটক

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

৩০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৭

চট্টগ্রামে বর্জ্য থেকেই তৈরি হবে গ্রিন ডিজেল ও অ্যাভিয়েশন ফুয়েল

১৮

রাজধানীতে আ.লীগ নেতা মানিক দর্জি গ্রেপ্তার

১৯

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি-দুঃশাসনমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

২০
X