রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাহরিন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তিনি বলেন, আমরা পুরো নারীসমাজ আজ গর্ব করে বলতে পারি, তিনি একজন গর্বিত মা। পুরো নারী জাতির কাছে দৃষ্টান্ত হয়ে থাকবেন মাহরিন চৌধুরী।
শুক্রবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় পারিবারিক কবরস্থানে মাহরিন চৌধুরীর কবর জিয়ারত ও মোনাজাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন আফরোজা আব্বাস।
মাহরিন চৌধুরী সমগ্র নারী জাতির কাছে গর্বিত মা হয়ে থাকবেন উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন, মাহরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচিয়ে প্রমাণ করেছেন, তিনি শুধু শিক্ষকই নন, একজন গর্বিত মা তিনি। যে শিশুগুলোকে তিনি বাঁচিয়েছেন, তাদের সঙ্গে তার রক্তের কোনো সম্পর্ক ছিল না, ছিল আত্মার সম্পর্ক। সব বাচ্চাকে তিনি নিজের বাচ্চা মনে করেছিলেন। এখানে তিনি নিজের দুই নাবালক সন্তান, স্বামী, ভাই-বোনসহ পরিবারের কারও কথা চিন্তা করেননি। ওই সময় শিক্ষার্থীরাই ছিল তার সবকিছু। এ জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে তাদের বাঁচিয়েছেন। তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি একজন গর্বিত মা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বেলা ১১টার দিকে আফরোজা আব্বাসের নেতৃত্বে মহিলা দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জলঢাকায় বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাহরিনের বাবার বাড়িতে যান। সেখানে মাহরিন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, দুই ছেলে, ভাই-বোন এবং স্বজনদের সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নেন।
এরপর মাহরিনের স্বামী-সন্তান ও স্বজনদের সঙ্গে নিয়ে বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন পারিবারিক কবরস্থানে মাহরিন চৌধুরীর কবর জিয়ারত করেন আফরোজা আব্বাসসহ মহিলা দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এ সময় আফরোজা আব্বাসের সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তারসহ রংপুর মহানগর ও লালমনিরহাট জেলা মহিলা দলের নেতারা।
মন্তব্য করুন