কয়রায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তরা বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জাগরণই পারে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ের সমাজ গড়ে তুলতে।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, আলোচনা ও শপথ গ্রহণের মধ্য দিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকী। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব, শিক্ষার্থী আশিকুল ইসলাম জীবন, জুলাইকন্যা আজমীরা ইসলাম জবা, ফারাহ রওশন হৃদি প্রমুখ।
মন্তব্য করুন