বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ
সাংবাদিক নাদিম হত্যা

আসামি বাবু চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বিক্ষোভ, পরিষদে তালা

বিক্ষোভ মিছিলে এলাকাবাসী অংশ নেন। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিলে এলাকাবাসী অংশ নেন। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ৪ নম্বর সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় আসামি বাবুর পরিষদে প্রবেশ ঠেকাতে ইউনিয়ন পরিষদের মূল ফটকে তালা লাগিয়ে দেন তারা।

বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে জামালপুরের সাধুরপাড়া ইউপির সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার বিষয়টি জানা গেছে।

মানববন্ধনে বক্তব্য দেন- সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহসভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহীন খান, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ সুমন ও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের জামালপুর জেলার প্রধান সমন্বয়ক আল মানছুর মুহিদ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন এলাকার মানুষকে অনেক নির্যাতন করেছেন। একাধিক মামলার আসামি পুনরায় চেয়ারম্যানের চেয়ারে বসলে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই তাকে আর পরিষদে ঢুকতে দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে বাবুকে আবারও বরখাস্ত করে গ্রেপ্তারের দাবি জানান তারা।

নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যার পর বাবুর চেয়ারম্যান পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু হাইকোর্টে রিট করে সে আবারও পদ ফিরে পেয়েছে। এটি কি ন্যায়বিচার? হত্যাকারী কীভাবে আবার সেই পদে বহাল থাকতে পারে? আমি বিচার ব্যবস্থার কাছে দাবি জানাই। তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হোক।

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা বলেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সাধুরপাড়া ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন মাহমুদুল আলম বাবু। সাংবাদিক খুন করে জামিনে এসে আবারও ইউনিয়ন পরিষদের চেয়ারে বসতে চাইছেন। আমরা বাবুর অপসারণ ও জামিন বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, আমরা ইউএনও অফিস থেকে একটি চিঠি পেয়েছি, যেখানে বাবুর চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার কথা বলা হয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপপরিচালক, স্থানীয় সরকার) এ কে এম. আব্দুল্লাহ-বিন-রশিদ বলেন, মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ বছরের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট তার বরখাস্তের আদেশের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট ছয় মাসের জন্য বরখাস্তের আদেশ স্থগিত করেন। সেই আদেশের মেয়াদ অনুযায়ী, বাবু আর মাত্র ২০ দিন ইউপি চেয়ারম্যান পদে বহাল থাকতে পারবেন।

২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরে হামলার শিকার হন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ-২৪-এর জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যার তিন দিন অতিবাহিত হওয়ার পর ২০২৩ সালের ১৭ জুন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মাহমুদুল আলম বাবুকে প্রধান করে ২২ জনকে আসামি করা হয়। ওই দিনই পঞ্চগড় থেকে মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা শিকারে নিষেধাজ্ঞা

এবার ফিফার নিষেধাজ্ঞার খড়্গে মোহামেডান

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার : মির্জা ফখরুল

পর্তুগালের জার্সিতে রোনালদোর ছেলের অভিষেক

মশার কয়েল নকল চক্রের বিরুদ্ধে বড় আঘাত

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৯ 

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ১৯৮৯

অভিনেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার

মেসির প্রস্তাব ফিরিয়ে দিল সৌদি আরব!

১০

পদ্মায় ৮ দিন ধরে আটকা সারবোঝাই জাহাজ

১১

‘ইমিগ্রেশনে গিয়ে জানতে পারি বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে’

১২

দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা 

১৩

জুলাই-সেপ্টেম্বর / বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদায় নতুন রেকর্ড

১৪

পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

১৫

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ পাঁয়তারা শাহিন গ্রেপ্তার

১৬

বৃষ্টির পর ঢাকার বাতাস আজ কেমন?

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মসজিদের ইমামের

১৮

২০২৬ সাল থেকে শরণার্থী প্রবেশে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

১৯

বিমানে সর্বোচ্চ কতটি লাগেজ নেওয়া যায়, জানুন নিয়মগুলো

২০
X