বগুড়ার ধুনট উপজেলায় কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সোহেল রানা নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
অভিযুক্ত সোহেল রানা উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগড়াপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সোহেল রানা ভুক্তভোগী গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ রাজি না হয়ে বিষয়টি স্বামীকে অবগত করেন তিনি। তিনি সোহেল রানার পরিবারকে জানিয়ে বিচার চায়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠে সোহেল রানা। পরে গত ২৪ জুলাই রাত ১০টায় গৃহবধূর স্বামী ঘরে না থাকায় দরজা খুলে প্রবেশ করে সোহেল। এ সময় ঘুমিয়ে থাকা ভুক্তভোগীকে ধর্ষণচেষ্টা করেন তিনি। তখন গৃহবধূর স্বামী ঘরে প্রবেশ করলে সোহেল রানা পালিয়ে যায়।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন