মিঠাপুকুরে সামাজিক সেবা ও উন্নয়নমূলক সংগঠন টিম-৭১ এর আয়োজনে ফ্রি ব্লাডিং গ্রুপ টেস্ট ও ফ্রি চেকআপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শঠিবাড়ী পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে অধ্যক্ষ মো. আখলাকুজ্জামানের সভাপতিত্বে ওই ক্যাম্পিং পরিচালিত হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক কালবেলা।
শিক্ষার্থীদের সেবা প্রদান করেন ডা. সৌরভ কুমার রায় পালাশ, ডা. সুষ্মিতা দাস পূজা। এ সময় উপস্থিত ছিলেন শঠিবাড়ী ডিগ্রি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখসাদী সরকার, টিম ৭১ এর সভাপতি ইমতেশার আহমেদ রাইম, সম্পাদক রুপম সরকার, কলেজ সভাপতি নয়ন তারা ও শিক্ষকরা।
মন্তব্য করুন