প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৮:৫০ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘মৃত্যুর আগে ছেলের হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই’

জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু রায়হান রাহিম। ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু রায়হান রাহিম। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু রায়হান রাহিমের (২৯) মা রওশন আরা বেগম ছেলে হত্যার বিচার দেখে যেতে যান। তিনি আক্ষেপ করে বলেন, মৃত্যুর আগে ছেলের হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই।

আবু রায়হান রাহিম বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকার বাসিন্দা। তিনি দুপচাঁচিয়া উপজেলা যুবদলের সদস্য ছিলেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মা রওশন আরা বেগম, স্ত্রী দিলরুবা খাতুন ও চার বছরের ছেলে আবু সোয়াইবকে নিয়ে তাদের পরিবার এখন দিশাহারা হয়ে পড়েছেন।

সোয়াইবের নামে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। এছাড়া তার স্ত্রী দিলরুবা খাতুনকে দুপচাঁচিয়া পৌরসভায় অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হলেও যে বেতন পান, তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলা যুবদলের সদস্য ও হক্কানী টিস্যু কোম্পানির সেলসম্যান আবু রায়হান রাহিম জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে মাঠে নামেন। গত বছর ৪ আগস্ট সকালের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল বের করে। সে মিছিল দুপচাঁচিয়া থানা ঘেরাও করতে গেলে পুলিশ গুলিবর্ষণ করলে রাহিমের দুই পা গুলিবিদ্ধ হয়।

এ সময় কাহালুর মুনিরুল ইসলাম মুনির (২২) নামে এক ছাত্র ঘটনাস্থলেই মারা যান। রাহিমকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তর করা হয়। ৭ আগস্ট অস্ত্রোপচার করে তার ডান পা কেটে ফেলতে হয়। চিকিৎসকরা বাম পা থেকে গুলি বের করলেও ৯ আগস্ট সকালের দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে রাহিমের মা ১৭ আগস্ট গভীর রাতে দুপচাঁচিয়া থানায় সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলাল হোসেন প্রামাণিককে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন।

রওশন আরা বেগম বলেন, আমার বয়স হয়েছে। মৃত্যুর আগে আমি আমার ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই।

আবু রায়হান রাহিমের স্ত্রী দিলরুবা খাতুন বলেন, পাঁচ বছরের সন্তান বাবা বাবা বলে ডাকে। ওকে সান্ত্বনা দিতে পারি না। আমার সন্তানের ভবিষ্যতে কি লেখা আছে আমি জানি না। তবে আমার চাওয়া আমার চাকরিটা স্থায়ী হলে পরিবার- পরিজন নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারতাম।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুর রহমান কালবেলাকে জানান, রাহিম হত্যা মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে নিষেধাজ্ঞা, উপকূলজুড়ে বিষাদের ছায়া

হাজি সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ

বাগরাম দখলে পাঁয়তারা ট্রাম্পের, বাগড়া দিচ্ছে রাশিয়া-চীন-ইরান-পাকিস্তান

হজের তিন প্যাকেজ ঘোষণা, কমছে খরচ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

দুই দাবিতে ইউজিসিতে জবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ঢাকার ৮৯টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়তি নিরাপত্তা দিবে পুলিশ : ডিএমপি

যুবলীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক গ্রেপ্তার

১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র

আফগানদের বিপক্ষে চমক রেখে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

১০

এশিয়া কাপের ফাইনাল, মোবাইলে যেভাবে দেখবেন

১১

অভিবাসন কেন্দ্র রক্ষায় পূূর্ণ শক্তি প্রয়োগের তাগিদ ট্রাম্পের

১২

দুই মাস ধরে পদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি : তথ্য উপদেষ্টা

১৩

মাঝে মাঝেই ঝাপসা দেখছেন? চোখ ক্যানসারের লক্ষণ কি না জেনে নিন

১৪

হঠাৎ কবরস্থানে বিস্ফোরিত হলো ককটেল, আতঙ্ক

১৫

ষষ্ঠীপূজা সম্পন্ন / মন্দিরে মন্দিরে দেবী ত্রিনয়নী

১৬

হাসিনের সুর ও সংগীতে কনার ‘নীরবে’

১৭

লালমনিরহাট বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

১৮

দুর্গাপূজার ছুটি ৪ দিন, এ বছর আর ছুটি বাকি কয়দিন

১৯

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫

২০
X