সাংবাদিক নাদিম হত্যা মামলায় রিমান্ড শুনানি রোববার (১৮ জুন) ধার্য করে ৯ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (১৭ জুন) বিকেলে বিশেষ জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এ আদেশ দেন।
এর আগে বিকেল ৩টার দিকে ওই ৯ আসামিকে বিশেষ জজ আদালতে পাঠায় বকশীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, এজাহারভুক্ত ২২ আসামির ৯ জনকে আদালতে পাঠানো হয়।
আসামিরা হলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবিল্লাহ রাকিব, সাধুরপাড়া ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, গাজী আমান আলী মেম্বার, যুবলীগ নেতা শামীম খন্দকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিলন মিয়া, তাঁতীলীগ নেতা লিপন মিয়া, মনিরুল, যুবলীগ কর্মী স্বপন মণ্ডল ও গোলম কিবরিয়া সুমন।
মামলার তদন্ত কর্মকর্তা বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, এটি একটি চাঞ্চল্যকর মামলা। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের পুলিশি রিমান্ড চাওয়া হয়েছে। আগামীকাল রোববার রিমান্ড শুনানি হবে।
মন্তব্য করুন