বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল।
সোমবার (১ সেপ্টেম্বর) নাটোর জেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
দুলু বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে ও বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে, কেউ তারেক রহমান, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের বিএনপিকে কিছু করতে পারবে না।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চুসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন