বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের নিউজরুম এডিটর মেহেদী হাসান (২৬) বাঁচতে চান। তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মেধাবী সন্তান মেহেদী ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। অভাবের সংসারে একমাত্র ছেলেকে অনেক কষ্ট করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন তার মা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে পরিবারের হাল ধরতে মেহেদী ডিবিসি নিউজে নিউজরুম এডিটর হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এর কিছুদিন পরই জানতে পারেন তার পাকস্থলীতে ক্যানসার নামক দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে।
যার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় চিকিৎসার খরচ বহন করা তার ও পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যানসারের তৃতীয় ধাপে আছেন তিনি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি, অপারেশন ও নানা মেডিকেল টেস্টের মাধ্যমে তাকে সুস্থ করা সম্ভব হলেও এর ব্যয় প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা। ভারতের হায়দরাবাদে চিকিৎসা নিলে এ খরচ বেড়ে দাঁড়াবে প্রায় ২০ লাখ টাকায়। কিন্তু বাবা হারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান মেহেদীর পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
নিজের অসুস্থতা নিয়ে মেহেদী হাসান বলেন, ‘আমার অবস্থা খুব জটিল। সময়মতো চিকিৎসা না নিলে ক্যানসার লিভার, ফুসফুস ও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে। তখন হয়তো আর আমাকে বাঁচানো সম্ভব হবে না। প্রাথমিকভাবে চারবার কেমোথেরাপি দিতে হবে, তারপর অপারেশন করে আরও তিন-চারবার কেমোথেরাপি দিতে হবে। এতে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারব বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু এ চিকিৎসা চালিয়ে যাওয়া আমার পরিবারের পক্ষে সম্ভব নয়।’
দ্রুত কেমোথেরাপি ও সার্জারি করালে তাকে বাঁচানো সম্ভব। এজন্য অনেক টাকার প্রয়োজন। নিরুপায় হয়ে সমাজের হৃদয়বানদের কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন মেহেদী হাসান।
সাহায্য পাঠানোর ঠিকানা : মো. মেহেদী হাসান, ডাচ্-বাংলা ব্যাংকের হিসাব নম্বর : ১৪৮১৫৮০৩১৫৪৯১, মোবাইল : ০১৭২২২৮৮২৮৯ (বিকাশ/ নগদ/রকেট)।
মন্তব্য করুন