চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে সংঘর্ষ : হাসপাতালে ভর্তি ১২ শিক্ষার্থী, দুজন লাইফ সাপোর্টে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত একজন লাইফ সাপোর্টে। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত একজন লাইফ সাপোর্টে। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত ১২ শিক্ষার্থীকে চট্টগ্রামের দুই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে দুজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাকিরা সাধারণ বেডে চিকিৎসাধীন। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আটজন ও নগরীর পার্কভিউ হাসপাতালে চারজন। এ ছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পার্কভিউ হাসপাতাল সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমতিয়াজ আহমেদ ও সমাজতত্ত্ব বিভাগের আব্দুল্লাহ আল মামুনকে রোববার (৩১ আগস্ট) রাত থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এদের মধ্যে রোববার দীর্ঘ ছয় ঘণ্টা ধরে আব্দুল্লাহ আল মামুনের অস্ত্রোপচার হয়। তার লাইফ সাপোর্ট সোমবার (০১ সেপ্টেম্বর) খুলে নেওয়া হতে পারে। তবে ইমতিয়াজের অবস্থা এখনো আশঙ্কাজনক। তার লাইফ সাপোর্ট আগামীকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) খোলা হতে পারে।

পার্কভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ কালবেলাকে বলেন, আমাদের এখানে এখন চারজন চিকিৎসাধীন আছেন। দুজন লাইফ সাপোর্টে আর দুজন সাধারণ বেডে। লাইফ সাপোর্টে থাকা দুজনের অপারেশন হয়েছে। এদের মধ্যে মধ্যে আব্দুল্লাহ আল মামুন নামের এক শিক্ষার্থীর প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন হয়েছে। বর্তমানে তার সেন্স কাজ করতেছে। তার লাইফ সাপোর্ট আজ সোমবার তুলে নিতে চেষ্টা করা হবে। আর ইমতিয়াজের লাইফ সাপোর্ট এখন খোলা যাবে না। তার অবস্থার তেমন উন্নতি নেই।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন আটজন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে দুজন, ২৮ নং ও ২৬ নং ওয়ার্ডে তিনজন করে চিকিৎসাধীন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, এখন আমাদের এখানে ৮ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। আহতদের মধ্যে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে দুইজন, ২৮ নং ও ২৬ নং ওয়ার্ডে তিনজন করে চিকিৎসাধীন। তাদের কারও মাথায় আঘাত আবার কারও শরীরে লাঠির আঘাত রয়েছে।

এছাড়া গুরুতর আহত অবস্থায় ইসলামিক স্টাডিজ বিভাগের নাইমুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে রোববার রাত ১০টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

১০

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১১

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১২

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১৩

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১৪

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৫

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৬

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১৭

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১৮

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১৯

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

২০
X