চট্টগ্রামের সীতাকুণ্ডে সাপের কামড়ে গোপা ঘোষ নামের এক শিক্ষিকা মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের দিলীপ ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে।
গোপা ঘোষ পূর্ব সৈয়দপুর গ্রামের পিন্টু কুমার ঘোষের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে গৃহবধূ গোপা ঘোষ বাড়ির পেছনে ওয়াশরুমে যায়। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোমানা খায়ের বলেন, সন্ধ্যায় সাপে কাটা একটি রোগী আত্মীয় স্বজনরা নিয়ে এসেছিল। কিন্তু রোগীর অবস্থা দেখে প্রাথমিকভাবে বোঝা যায় সাপে কাটার অনেকক্ষণ পরেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। যার কারণে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, সাপে কাটা রোগীকে যতদ্রুত সম্ভব চিকিৎসা দেওয়া ভালো। দেরি করলে যে কোনো বিপদ হতে পারে।
মন্তব্য করুন