কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মাছের ঘেরের ভেড়িতে তরমুজ চাষে ভাগ্যবদল চাষিদের

মাছের ঘেরের ভেড়িতে তরমুজ চাষ। ছবি : কালবেলা
মাছের ঘেরের ভেড়িতে তরমুজ চাষ। ছবি : কালবেলা

যশোরের কেশবপুরে মাছের ঘেরের ভেড়িতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন চাষিরা। উপজেলার বিল খুকশিয়া এলাকায় এ তরমুজের চাষ হয়। এলাকার চাহিদা মিটিয়ে যশোর, খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে গ্রীষ্মকালীন এ তরমুজ।

কেশবপুর সদর থেকে ১৮ প্রায় কিলোমিটার দূরে শ্রীহরি নদীর তীরে অবস্থিত বিল খুকশিয়া। এ বিলের ৬ হাজার ৩৭৫ বিঘা ফসলি জমি দীর্ঘ ২০ থেকে ২২ বছর ধরে জলাবদ্ধতা থাকায় কৃষকরা ফসল ফলাতে না পেরে দিশেহারা হয়ে পড়েন। বিলের জলাবদ্ধতা নিরসন করে ফসল উৎপাদনের লক্ষ্যে ২০০৫ সালে পানি উন্নয়ন বোর্ড শ্রীহরি নদীতে নাব্য ফিরিয়ে আনতে এবং বিল খুকশিয়ার তলদেশ উঁচু করার জন্য জোয়ার আঁধার (টিআরএম) প্রকল্প গ্রহণ করলেও সফলতা মেলেনি।

প্রকল্প শেষে জমির মালিক কৃষকরা বিলটিতে মাছের ঘের তৈরি করেন এবং মাছের ঘেরের ভেড়িতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেন।

সরেজমিন বিল খুকশিয়ায় দেখা যায়, অধিকাংশ ঘেরের বেড়িতে তরমুজ চাষ করা হয়েছে। কৃষক ইকবাল হোসেন বলেন, ১৩ বিঘা মাছের ঘেরের ভেড়িতে ১ হাজার ৪০০টি তরমুজের মাচা তৈরি করে ফলন পেয়েছেন ২৭৫ মণ। প্রতি মণ তরমুজ ১ হাজার ২০০ টাকা করে বিক্রি করছেন।

একইভাবে আবদুল হালিম খান মাছের ঘেরের ভেড়িতে ১২০টি মাচা তৈরি করে ৩০ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। কৃষক আবদুল কুদ্দুস ৭ বিঘা মাছের ঘেরের ভেড়িতে তরমুজ চাষ করেছেন। তার উৎপাদিত তরমুজ আকারেও বেশ বড়।

তরমুজ চাষি ইসরাফিল বলেন, ২০ থেকে ২২ বছর বিল খুকশিয়া জলাবদ্ধ থাকায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েন। ২০০৫ সালে ওই বিলে টিআরএম প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প শেষে বিলটিতে কৃষকরা মাছের ঘের তৈরি করেন। ওইসব ঘেরের ভেড়িতে এ বছর কৃষকরা তরমুজ চাষ করে অনেক ফলন পেয়েছেন। ধান, মাছ চাষের পাশাপাশি তরমুজ চাষে কৃষকের মুখে হাসি ফিরেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিল খুকশিয়ায় মাছের ঘেরের ভেড়িতে তরমুজ চাষ ওই এলাকার কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে। এশিয়ান-১, পাকিজা সুপার, ব্লাক কিং, ব্লাক কুইন জাতের তরমুজ এখানে বেশি আবাদ করা হয়েছে। এ চাষে কৃষকদের উদ্বুদ্ব করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন সাংবাদিকদের বলেন, মাছের ঘেরের ভেড়িতে তরমুজ চাষের পাশাপাশি বিভিন্ন সবজি চাষ করে এলাকার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের তরমুজ চাষে উৎসাহ প্রদান করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে জাল ভোট দেওয়ার দৃশ্য দাবিতে ফেনীর পুরোনো ভিডিও প্রচার

ডাকসু নির্বাচনের ফল প্রকাশের সময় জানা গেল

সিনেট ভবনে উত্তপ্ত বাক্য বিনিময়, ঢাবি ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ বলল ছাত্রদল

বন্ধুরা চায় না আমি বিয়ে করি : সাফা কবির

এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ

ডিএমপির ৬ কর্মকর্তার বদলি

কে এই তরুণ নেতা, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন-জি?

সামুদ্রিক শৈবালে সম্ভাবনার দিগন্ত উন্মোচন

৪১ ঘণ্টা পর রাজশাহী থেকে ঢাকার দিকে গড়াল বাসের চাকা

ক্ষমতায় এলে বিএনপি মানুষের জীবনমানোন্নয়নে কাজ করবে : জাহাঙ্গীর 

১০

সবাইকে নিয়ে চলতে চাই, সেটিই আমার পথ : ঢাবি উপাচার্য

১১

ডাকসু নির্বাচন: গ্রেপ্তার সেই ভুয়া সাংবাদিক কারাগারে

১২

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব শফিকুল কারাগারে 

১৩

সিলেটে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

১৪

‘বাংলাদেশ প্রায় দুই দশক ধরে এমন উৎসবমুখর নির্বাচন দেখেনি’

১৫

প্রেমের সম্পর্ক নিয়ে বকা দেওয়ায় স্কুলে গিয়ে শিক্ষার্থীর কাণ্ড

১৬

জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

১৭

আজকের পর থেকে অ্যাপলের ৮টি ডিভাইস বিক্রি বন্ধ

১৮

যাকে দায়িত্বে নিতে বললেন নেপালের প্রধানমন্ত্রী

১৯

এআই-তৈরি ভুয়া ছবিতে বিপাকে, আদালতে ঐশ্বরিয়া

২০
X