যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ফ্যাসিস্ট আমলে নারীরা নির্যাতন-নিপীড়নের হাত থেকে রেহাই পায়নি’

মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত নারী সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক নার্গিস বেগম। ছবি : কালবেলা
মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত নারী সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক নার্গিস বেগম। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেশের নারীরা নির্যাতন-নিপীড়নের হাত থেকে রেহাই পায়নি। শত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের নেত্রীরা রাজপথ ছেড়ে যায়নি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, সীমান্তের কাঁটাতারের বেড়ায় যখন ফেলানির লাশ ঝুলছিল তখনও অনেক ঝুঁকি নিয়ে প্রতিবাদ করেছিল। সে কারণে শেখ হাসিনার অনুগত পুলিশ বাহিনীর লাঠির আঘাত সহ্য করতে হয়েছে। আজও তারা সে ব্যথা বহন করে বেড়ায়।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১৬ মে বলেছিলেন, দেশের অর্ধেক নারীদের রেখে জাতির উন্নতি আশা করতে পারি না। তিনি নারী-পুরুষ সকলকে দেশ গঠনের কাজে নিয়োজিত করেন। নারীর যথাযথ মর্যাদা দেওয়ার পাশাপাশি তাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে কাজ করেছিলেন। তিনি নারীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনমুখী কাজের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন। না

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, নারী আজ সকল কর্মক্ষেত্রে তার যোগ্যতার প্রমাণ দিচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটির দ্বার উন্মুক্ত করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সেটিকে সম্প্রসারিত করেছিলেন। সে সুযোগ নারীরা পেয়েছে, আগামী প্রজন্ম বেশি করে সে সুযোগ পেয়ে সমাজ থেকে বৈষম্যকে দূর করে সমান মর্যাদায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। তার জন্য মহিলা দলকে কাজ করতে হবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান নারীদের নিশ্চিত ও নিরাপদ কর্মসংস্থানের পাশাপাশি নারীদের সুরক্ষা নিশ্চিত করেছিলেন। তিনি আইন করে নারীদের যৌতুকের অভিশাপ থেকে রক্ষা করেছিলেন। জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে নারীর ক্ষমতায়নের সূচনা করেছিলেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আইন করে নারীদের অ্যাসিড সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেছিলেন। তিনি দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারীদের জন্য ৫০ শতাংশ কোটা রেখে ছিলেন। শিক্ষার বিনিময়ে খাদ্য এমন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের ফলে আজ নারীরা শিক্ষা ক্ষেত্রে পুরুষের চেয়ে এগিয়ে গেছে।

বিএনপির এ নেতা বলেন, শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান আগামী দিনে জনগণের ভোটের দেশ পরিচালনার সুযোগ পেলে তিনিও নারীদের উন্নয়নের কাজ করবেন। তিনি নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবেন, যে কার্ডের টাকা দিয়ে নারীরা সংসারের ব্যয় নির্বাহ করতে পারবেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান।

নারী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক রাফাত আরা ডলি, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু, মহিলা দল নেত্রী নুরুন্নাহার, আলেয়া বেগম, পারুল বেগম।

সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না এবং সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লরির ধাক্কায় উল্টে গেল ট্রেনের ইঞ্জিন

জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় কী আছে

মোবাইলে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দেখবেন যেভাবে

বিশ্ববাজারে লাফিয়ে কমছে স্বর্ণের দাম, জানা গেল কারণ

ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণ গেল

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিও সুপারিশ করেছি : আলী রীয়াজ

বিগত ১৬-১৭ বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে : নৌ উপদেষ্টা

‘বিএনপি ক্ষমতায় এলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে’

ইউল্যাবের ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

শীত কবে থেকে, জানালেন আবহাওয়াবিদ

১০

তিন সাংবাদিককে জামায়াত আইনজীবীর হেনস্তা, কারাগারে পাঠাতে চাইলেন বিচারক 

১১

ড্যাবের ২৭৬ সদস্যের কমিটি অনুমোদন

১২

শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ, অংশ নিচ্ছে যেসব দেশ

১৩

চলতি বছরে মালদ্বীপে ২৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

১৪

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার

১৫

সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করতে হবে : সপু

১৬

তুরস্কে বারবার ভূমিকম্পের আঘাত, কারণ কী

১৭

রাশিয়ার পারমাণিবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর হুঙ্কার ট্রাম্পের

১৮

ইসির নিরাপত্তা জোরদারে ডিএমপিতে চিঠি

১৯

বিসিবির প্রস্তাবে শান্তর পর আরও এক ক্রিকেটারের ‘না’

২০
X