

রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি বাসুপাড়া এলাকার এক পাকিস্তানি নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ করেছেন।
২৫ বছর বয়সী ওই পাকিস্তানি নারীর অভিযোগ, তার স্বামী নোবেল আহমেদ (২৭) এবং শাশুড়ি তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করেন এবং তাকে একটি রুমে আটকে রাখেন। এ ছাড়া তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।
তিনি আরও অভিযোগ করেন তার পাসপোর্ট তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কলার ৯৯৯-এর কাছে তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান যাতে তিনি তার নিজ দেশ পাকিস্তানে ফেরত যেতে পারেন।
৯৯৯-এ ওই নারীর কল পেয়ে ইংরেজি ডেস্কের কল টেকনিশিয়ান কনস্টেবল সুমাইয়া জাহান এবং প্লাবন দেব দ্রুত দারুসসালাম থানায় বিষয়টি জানিয়ে সহায়তা চান। ভুক্তভোগী নারী তার সঠিক অবস্থান জানাতে না পারলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় চিহ্নিত করে দারুসসালাম থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পরে কলারের ননদ এবং স্বামী পক্ষের অন্য স্বজনরা থানায় উপস্থিত হয়ে কলারের পাসপোর্ট ফেরত দেন এবং এই মর্মে অঙ্গীকার করেন, আগামী ১০ দিনের মধ্যে বাংলাদেশে জন্ম নেওয়া তিন মাস বয়সী শিশুটির পাসপোর্ট তৈরি করে তাদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেবেন। এরপর ওই নারী স্বেচ্ছায় তার ননদের জিম্মায় চলে যান এবং কোনোরূপ লিখিত অভিযোগ দিতে রাজি হননি।
মন্তব্য করুন