টাঙ্গাইলে ঘরে থাকা ইঁদুরের বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের মো. শাহআলম মিয়ার ছেলে মো. তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল রায়হান বলেন, বিকেলে পারিবারিক কাজে শাহআলমের স্ত্রী ব্যস্ত ছিল। এমন সময় ঘরে রাখা ইঁদুরের বিষ তাওহীদ ও তানজিলা খেয়ে ফেলে।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রথমে পেঁচারআটা বাজারে নেয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই ভাই-বোনকে মৃত ঘোষণা করেন।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন