নরসিংদীতে ৭ খুনের রহস্য উন্মোচন করেছে পুলিশ। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নরসিংদী জেলা পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে নরসিংদী জেলায় পৃথক পৃথক ৫টি ঘটনায় সাতজন খুন হয়েছেন। এরমধ্যে তিনজন পারিবারিক দ্বন্দ্বে, একজন ব্যবসায়িক দ্বন্দ্বে এবং তিনজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছেন। সংঘটিত খুনের ঘটনায় ৬টি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জানা গেছে, খুনের ঘটনার বেশিরভাগই পারিবারিক কলহ ও বিরোধসংক্রান্ত। পুলিশ প্রতিটি খুনের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।
জেলা পুলিশ কার্যালয় বলছে, নরসিংদী জেলায় সুষ্ঠু ও স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলা পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদা তৎপর ও প্রতিশ্রুতিবদ্ধ।
মন্তব্য করুন