শারদীয় দুর্গাপূজার উৎসব উপলক্ষে রাজশাহী মহানগরীতে ছাত্রদলের উদ্যোগে হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বিকাল ৪টায় নগরীর আলুপট্টির মোড়ে হেল্প ডেস্ক উদ্বোধন করেন ছাত্রদলের সিটি কলেজ শাখার সদস্য সচিব এমদাদুল হক লিমন।
হেল্প ডেস্ক সেবায় থাকছে জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, সুপেয় পানি, খাবার স্যালাইন, জুস, নিরাপত্তায় থাকছে বাইক রেসকিউ টিম।
এ সময় লিমন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছাত্রদল রাজশাহী মহানগরের পক্ষ থেকে আমরা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে করতে সার্বিক সহযোগিতা করবে এ হেল্প ডেস্ক।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আলী, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার সৌরভ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক নেতা অমিত ঘোষ বিকি, রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহাফুজুর রহমান কোকো, শাহমুখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিক জামিল অর্ক, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান প্রমুখ।
মন্তব্য করুন